শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

বিশ্বমিডিয়ায় বাঙলাদেশ...

মাঝেমধ্যে বিশ্বমিডিয়ায় বাঙলাদেশ সম্পর্কে কিছু নেতিবাচক খবরের পাশাপাশি কিছু ইতিবাচক খবর ও প্রকাশিত হয়। তবে দশটা ইতিবাচক খবরে বাঙলাদেশের যতটা সুনাম অর্জিত হয়, একটা নেতিবাচক খবরই তা ধ্বংস করার জন্য যথেষ্ট। বাঙলাদেশ ক্রিকেট টিমের সাথে ঈদের নামাজ আদায় করতে যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাঁজার জুতা চুরি যাওয়ার ঘটনা এখন টক অব দ্যা কান্ট্রি নয়, টক অব দ্যা ওয়ার্ল্ড! চোর বেটা শুধু মাত্র এক জোড়া জুতাই চুরি করেনি,  বিশ্বের কাছে পুরো বাঙলাদেশটাকেই একটা চোরের দেশ বানিয়েছে! বিশ্ববাসী জেনে গেছে, এই দেশে নামাজরত মুসুল্লীদের জুতা ও চোরদের হাত হতে রেহাই পায়না।

তাই বাঙলাদেশকে অপরাপর দেশ সমূহের  কাছে চোরের দেশ হিসেবে উপস্থাপন করার জন্য চোর বেটাকে একটা জুতা কারখানার মালিক বানাবার দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে তাকে জুতার অভাবে আবারো কোন বিদেশী ক্রিকেটারের জুতা চুরি করতে না হয়।


EmoticonEmoticon