সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

অস্থায়ীভাবে বাস রোহিংগাদের জন্য নয় কেনো ?

মানবতার খাতিরে আমরা শ্রীলংকান তামিল হিন্দুদের আশ্রয় দিয়েছি প্রায় ১৬ লাখ তামিল ভারতের নাগরিক পেয়ে গিয়েছে । তামিল গেরিলা যোদ্ধারা যে লড়াই করেছিলো বিগত ৩৪ বছর তা আর কোনো গেরিলা গোষ্ঠী করে দেখাতে পারিনি । ভারত সরকার তামিল যোদ্ধাদের অস্ত্র প্রশিক্ষন অর্থ দিয়ে সহায়তা করেছিলো ।
মানবতার খাতিরে আমরা তিব্বত এর বৌদ্ধদের আশ্রয় দিয়েছে প্রায় ১০ লাখ তিব্বতি এর বেশিরভাগ ভারতীয় নাগরিক পেয়েছে । চীনের বিরুদ্ধে তিব্বত এর যোদ্ধারা লড়ছে ।
বিভিন্ন সহিংসতায় চীন ও বাংলাদেশ থেকে আসা হাজং ও চাকমা ১ লাখ জনসংখ্যা কে আশ্রয় ও নাগরিক দেওয়া হয়েছে ।
অস্থায়ীভাবে বাস রোহিংগাদের জন্য নয় কেনো ?
বিজেপি ২০১৫ সালে অস্থায়ী সিটিজেনশিপ আইন কে সংশোধনী করেছে যেখানে হিন্দু বৌদ্ধ জৈন পারসিক ইহুদি খ্রিস্টান ধর্মালম্বী ভারতে শরনার্থী হিসেবে প্রবেশ করতে পারবে তবে মুসলিমদের জন্য নেই ।
সংবিধানে ৯ ও ১৪ ধারা কে অবমাননা করেছে বিজেপি ।
আমি বুঝিনা মানবতার খাতিরে ধর্ম কেনো আসে ??
আমার ফ্রেন্ড লিস্টেই কিছু দেখেছি যে বলে ৫৭ মুসলিম দেশ ভাগ করে নিয়ে যাক । কেনো এখানে ৫৭ দেশ কেনো আসে ২০০ দেশ কেনো নয় ?  ফিলিপাইনে যখন জাতিগতভাবে উরি গোষ্ঠির বিরুদ্ধে যুদ্ধ নামে ফিলিপাইন সরকার তখন সাগর পাড়ি দিয়ে  ২ লাখ উরি গোষ্ঠী মালোয়শিয়া ও ইন্দোনেশিয়া আশ্রয় দিয়েছিলো যারা কিনা খ্রিস্ট ধর্মের মানুষ ছিলো , কম্বোডিয়ায় এক সময় অনেক হিন্দু ছিলো স্থানীয় খেমারুজ ও বৌদ্ধদের দ্বারা অত্যাচারিত হয়ে তারা মালোয়শিয়ায় পারি দেয় ,  শ্রীলঙ্কান তামিল হিন্দুদের  বোটে চড়িয়ে সাগরে ছেড়ে দিয়েছিলো যারা কিনা মালোয়শিয়ায় গিয়ে আশ্রয় নেয় এমন কি বর্তমানে মালোয়শিয়া সরকারের এক মন্ত্রী সেই শরনার্থী থেকেই উঠে এসেছে । ওসব দেশ কি বলেছে আমরা কেনো তোমাদের নিবো হিন্দু দেশে চলে যাও খ্রিস্টান দেশে চলে যাও বৌদ্ধ দেশে চলে যাও ।
রাষ্ট্রপুঞ্জের ভাষ্যমতে রোহিংগারা হচ্ছে বিশ্বের সবচেয়ে নিগৃহীত অধিবাসী । আমরা শুধুমাত্র ধর্মের জন্য আশ্রয় দিচ্ছিনা , মানবতা আগে একটি কথা আছে , যা আজ ধর্মের মোড়কে বিপন্ন । এই খোলস থেকে না বের হতে পারলে ভবিষ্যতে খারাপ আছে । বর্তমান সময়ে কোন জনপদ শরনার্থী ও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যাবে তার ঠিক নেই । শুধু মাত্র একটি শিল্পাঞ্চল ও বান্যিজিক জোন করার জন্য তাদের নিধন চলছে যার পেছনে ভারত চীন রাশিয়া ইজরাইল একাট্টা । অর্থের কাছে মানবতার পরাজয় ঘটেছে যা ইতিহাস ক্ষমা করবেনা । রোহিংগা নারী শিশুদের অশ্রুর মুল্য দিতে হবে এক সময় ।


EmoticonEmoticon