দুদিন পরেই সেই বাড়ীতে উঠে যাই৷ এত কিছু ঘটিয়েছি সে সম্পর্কে আব্বু কিছুই জানতো না৷ এসব করার আগে শুধু আম্মুকে জানিয়েছিলাম,আম্মু বলেছিলো তোর বাবা জানতে পারলে রাগারাগি করবে৷ আমি আম্মুকে বলেছিলাম আপনি এমন ভাবে থাকবেন যেন এ সবের আপনি কিছুই জানেন না, আব্বুকে যা বলার আমিই বলবো ৷
আব্বু যখন সব কিছু জানলেন একটু অবাক হয়েছিলেন তবে কিছুই বলেননি৷
আম্মুকে শুধু বলেছিলো তোমার মেয়েটার সাহসের প্রসংসা করতে হয় - একেবারে আমার মায়ের মত সাহস পেয়েছে ৷
সে বাড়ীতে উঠার পর প্রথম প্রথম মেয়ের বাবা ফোন করে অনেক হুমকী দিতো,আমি শুধু বলতাম আইনত আমি এ অধীকার রাখি তারপরও যদি পারো কিছু করে দেখাও ৷
আব্বু যখন সব কিছু জানলেন একটু অবাক হয়েছিলেন তবে কিছুই বলেননি৷
আম্মুকে শুধু বলেছিলো তোমার মেয়েটার সাহসের প্রসংসা করতে হয় - একেবারে আমার মায়ের মত সাহস পেয়েছে ৷
সে বাড়ীতে উঠার পর প্রথম প্রথম মেয়ের বাবা ফোন করে অনেক হুমকী দিতো,আমি শুধু বলতাম আইনত আমি এ অধীকার রাখি তারপরও যদি পারো কিছু করে দেখাও ৷
আমার কাজটা যখন খুব ভালো ভাবেই চলতে শুরু করলো তখন প্রচারের জন্য একটা নাম দিয়েছিলাম "নারী উন্নয়ন কর্মসংস্থান ও কুটির শিল্প "
সাভারে যাবার পর যে পুরুষটির সাথে আব্বুর সব থেকে ভালো সম্পর্ক ছিলো তিনি সেখানকার স্থানীয় এবং একজন বি এন পির নেতা ৷
তার থেকেও আব্বু জমি কিনেছিলেন এবং আব্বুর মাধ্যমে আরো অনেকেই আমাদের গ্রাম থেকে সেখানে গিয়ে জমি কিনে বাড়ী করেছিলেন ৷
এর মাধ্যমেই আব্বুর সাথে ঘনিষ্ঠতা বাড়ে৷
শুধু তার সাথেই নয় আংকেলের পুরো পরিবারের সাথে আমাদের বেশ ভালো একটা সম্পর্ক হয়, আংকেলের দুই ছেলে ,মেয়ে নেই ৷ আন্টি আমাকে বেশ আদর করতেন এবং নিজের মেয়ের স্থানটা আমাকে দিয়েছিলেন৷
সেই ভালোবাসা থেকেই আন্টিকে একটা শাড়ি আর এক সেট সেলোয়ার কামিজ দিয়েছিলেম নিজে হাতে নকশী কাজ করে, ওগুলো পেয়ে আন্টি এত খুশি হবে ভাবতে পারিনি ৷
তার থেকেও আব্বু জমি কিনেছিলেন এবং আব্বুর মাধ্যমে আরো অনেকেই আমাদের গ্রাম থেকে সেখানে গিয়ে জমি কিনে বাড়ী করেছিলেন ৷
এর মাধ্যমেই আব্বুর সাথে ঘনিষ্ঠতা বাড়ে৷
শুধু তার সাথেই নয় আংকেলের পুরো পরিবারের সাথে আমাদের বেশ ভালো একটা সম্পর্ক হয়, আংকেলের দুই ছেলে ,মেয়ে নেই ৷ আন্টি আমাকে বেশ আদর করতেন এবং নিজের মেয়ের স্থানটা আমাকে দিয়েছিলেন৷
সেই ভালোবাসা থেকেই আন্টিকে একটা শাড়ি আর এক সেট সেলোয়ার কামিজ দিয়েছিলেম নিজে হাতে নকশী কাজ করে, ওগুলো পেয়ে আন্টি এত খুশি হবে ভাবতে পারিনি ৷
আন্টি যখন শাড়ি সেলোয়ার কামিজ সেট আংকেলকে দেখায় সেও নাকি বেশ প্রসংসা করেছিলো, এবং আমাকে তার অফিসে ডেকে পাঠায় ৷
আমি যখন তার অফিসে যাই সে আমার কাজটা আরো বড় আকাড়ে করার অফার করে!
আমি তাকে বলি ভেবে জানাবো ৷
এরপর থেকেই আংকেল বারবার ফোন করতেন,আর বেশ সাহস দিতেন, কেন ভাবছি? ভাবার কি আছে? তিনি তো পিতৃসমতুল্য বাবার মত পাশে থেকে সাহস দিবেন ৷
অবশেষে রাজি হলাম,(তবুও ভিতরে একটা ভয় কাজ করতো ভাবতাম পারবো তো ? ) আংকেলের অফিসের সাথেই একটা রুম দেয়া হলো, প্রয়োজনীয় সব কেনাকাটা হলো, কাজ ও শুরু হলো ৷
আমার দায়িত্ব ছিলো শুধু কাজ করবো মার্কেট ধরার দায়িত্ব তার, যাবতীয় জিনিস কেনাকাটার ভার ও তার ৷
খুব ভালো ভাবেই কাজ চলতে শুরু করলো ৷
আমি যখন তার অফিসে যাই সে আমার কাজটা আরো বড় আকাড়ে করার অফার করে!
আমি তাকে বলি ভেবে জানাবো ৷
এরপর থেকেই আংকেল বারবার ফোন করতেন,আর বেশ সাহস দিতেন, কেন ভাবছি? ভাবার কি আছে? তিনি তো পিতৃসমতুল্য বাবার মত পাশে থেকে সাহস দিবেন ৷
অবশেষে রাজি হলাম,(তবুও ভিতরে একটা ভয় কাজ করতো ভাবতাম পারবো তো ? ) আংকেলের অফিসের সাথেই একটা রুম দেয়া হলো, প্রয়োজনীয় সব কেনাকাটা হলো, কাজ ও শুরু হলো ৷
আমার দায়িত্ব ছিলো শুধু কাজ করবো মার্কেট ধরার দায়িত্ব তার, যাবতীয় জিনিস কেনাকাটার ভার ও তার ৷
খুব ভালো ভাবেই কাজ চলতে শুরু করলো ৷
প্রায় ছয় মাস পরেই আংকেলের মধ্যে একটা পরিবর্তন দেখতে পেলাম, সময়ে অসময়ে তার অফিস রুমে ডাকা! কিছুই বলতেন না শুধু মুর্তির মত তার সামনে বসিয়ে রাখতেন ৷ অদ্ভূত হাসি ঠোঁটে লেগেই থাকতো!
কয়েকদিন যেতে আরো পরিবর্তন বলতেন সারাদিন এক জায়গায় বসে কাজ করতে বিরক্ত লাগেনা? চলো দুরে কোথাও থেকে ঘুরে আসি তাতে কাজের প্রতি আগ্রহ বাড়বে! কোথায় যাবে বলো-কক্সোবাজার-কূয়াকাটা নাকি অন্য কোথাও ? তুমি চয়েজ করো ৷
বলতাম না আংকেল কোথাও যাবোনা তাছাড়া আব্বু আম্মু কোথায় যাবার অনুমতি দিবে না ৷
সে আবার বলত তাহলে দিনের মধ্যে ফিরে আসা যায় এমন কোথাও চলো!
কয়েকদিন যেতে আরো পরিবর্তন বলতেন সারাদিন এক জায়গায় বসে কাজ করতে বিরক্ত লাগেনা? চলো দুরে কোথাও থেকে ঘুরে আসি তাতে কাজের প্রতি আগ্রহ বাড়বে! কোথায় যাবে বলো-কক্সোবাজার-কূয়াকাটা নাকি অন্য কোথাও ? তুমি চয়েজ করো ৷
বলতাম না আংকেল কোথাও যাবোনা তাছাড়া আব্বু আম্মু কোথায় যাবার অনুমতি দিবে না ৷
সে আবার বলত তাহলে দিনের মধ্যে ফিরে আসা যায় এমন কোথাও চলো!
তার এমন আচরণে আমি মানসিক ভাবে ভেঙে পড়ি, আর ভাবি যে পুরুষটিকে বাবার মত জানি সে কি করে এমন করে কথা বলতে পারে?
কথা ছিলো কর্মস্থলে সকাল থেকে বিকেল অবধি থাকবো কিন্তু এরপর ও তিনি অফিস রুমে ডেকে তার এনজিওর খাতা হাতে ধরিয়ে দিয়ে হিসাব করতে বলেতন ৷ তার উদ্দেশ্য কি তা ঠিকই বুঝতে পারতাম , ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতেন ৷
কথা ছিলো কর্মস্থলে সকাল থেকে বিকেল অবধি থাকবো কিন্তু এরপর ও তিনি অফিস রুমে ডেকে তার এনজিওর খাতা হাতে ধরিয়ে দিয়ে হিসাব করতে বলেতন ৷ তার উদ্দেশ্য কি তা ঠিকই বুঝতে পারতাম , ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতেন ৷
ঈদ উপলক্ষে যতগুলো অর্ডার নেয়া হয়েছিলো তা যথা সময়ে শেষ করে দিয়েছিলাম, অার মনে মনে সিদ্ধান্ত নিলাম ঈদের পর আর তার সাথে কাজ করবো না ৷
অদ্ভুত হলো সে বার ঈদে আমি বাড়ী যাবো কিন্তু সে যেতে দিবে না! তার কথা হলো আমি যেন সাভারেই ঈদ করি সে আমাকে নিয়ে দূরে কোথাও যাবে, অথচ আমার পুরো পরিবার বাড়ীতে ঈদ করে ৷
অদ্ভুত হলো সে বার ঈদে আমি বাড়ী যাবো কিন্তু সে যেতে দিবে না! তার কথা হলো আমি যেন সাভারেই ঈদ করি সে আমাকে নিয়ে দূরে কোথাও যাবে, অথচ আমার পুরো পরিবার বাড়ীতে ঈদ করে ৷
তার ফোনের বিরক্তে আমি ফোন অফ করে ঈদে বাড়ী চলে যাই,
ঈদের পর যখন ফিরি তখন সে আমার উপর প্রচন্ড রেগে থাকে এবং দেখা করতে বলে,
তার অফিস রুমে আমি যখন যেতাম তার অন্য কোন স্টাফ সে রুমে যেত না, মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করত ৷
ঈদের পর যখন ফিরি তখন সে আমার উপর প্রচন্ড রেগে থাকে এবং দেখা করতে বলে,
তার অফিস রুমে আমি যখন যেতাম তার অন্য কোন স্টাফ সে রুমে যেত না, মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করত ৷
সেদিন সে অনেকটা কথার জোর দেখায় যেভাবেই হোক আমি যেন তার সাথে যাবার জন্য তৈরী হই, অনেক কথার পর তিনি এটাও বল্লেন সে যা চায় তা যদি না পায় জোর করে আদায় করে নেয় ৷
সে চাইলে আরো অাগেই তার ইচ্ছেটা পূর্ণ করতে পারতো তবে সে জোর করে নয় আপষে পেতে চায় এর জন্য আমার ভবিষ্যত উজ্জল হবে ৷
এই পুরুষটির দিকে যত বার তাকিয়েছি আমি আমার বাবাকে সেখানে দেখতে পেয়েছি ,তাই তার এসব কথা আর নিতে পারছিলাম না সরাসরি বলে দিলাম আমি আর আপনার সাথে কাজ করতে আগ্রহী নই ৷
তাকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে আসি ৷
সে চাইলে আরো অাগেই তার ইচ্ছেটা পূর্ণ করতে পারতো তবে সে জোর করে নয় আপষে পেতে চায় এর জন্য আমার ভবিষ্যত উজ্জল হবে ৷
এই পুরুষটির দিকে যত বার তাকিয়েছি আমি আমার বাবাকে সেখানে দেখতে পেয়েছি ,তাই তার এসব কথা আর নিতে পারছিলাম না সরাসরি বলে দিলাম আমি আর আপনার সাথে কাজ করতে আগ্রহী নই ৷
তাকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে বেরিয়ে আসি ৷
এরপর থেকেই ফোনে বিরক্ত করতে থাকে, যখন দেখলো কোন ভাবেই তার ইচ্ছে পূরন হচ্ছেনা তখন সে আমাকে ভয় দেখাতে শুরু করলো, সে তার পোষা কুত্তাদের নিয়ে তুলে নিবে ৷ আমার বাবাকে এলাকা ছাড়া করবে, আমার ছোট বোনের পিছনে এলাকার কুত্তাদের লেলিয়ে দিবে ৷
আমি এটুকু বুঝতে পারতাম এলাকায় তার একটা সম্মান রয়েছে, তাছাড়া তিনি একজন বি এন পি নেতা সে আর যাই হোক এমন কিছু করবে না ৷
যখন দেখলো কোন ভয় তে কাজ হচ্ছেনা তখন বল্লো তার কাজ হঠাৎ করে বন্ধ করাতে তার ক্ষতি হয়েছে তাই আমাকে ক্ষতি পূরন দিতে হবে নয়ত আইনের সাহায্য নিবে ৷
যখন দেখলো কোন ভয় তে কাজ হচ্ছেনা তখন বল্লো তার কাজ হঠাৎ করে বন্ধ করাতে তার ক্ষতি হয়েছে তাই আমাকে ক্ষতি পূরন দিতে হবে নয়ত আইনের সাহায্য নিবে ৷
তার যন্ত্রনায় আমি অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, ভাবলাম আর চুপ করে থাকা যায়না৷ একদিন তার বাসায় চলে গেলাম আন্টিকে বলতে গিয়েও বারবার থেমে গিয়েছিলাম, আন্টি বারবার জানতে চেয়েছিলো কি হয়েছে তোর? কোন সমস্যা হলে আমাকে বলতে পারিস, কিছু একটা যে হয়েছে তা তোর মুখ দেখেই বুঝতে পারছি কিন্তু বলছিস না কেন? সে সময়ে খুব কান্না পেয়েছিলো, কেঁদেছিলাম ও আন্টি কাছে এসে জড়িয়ে ধরে বলেছিলো আমাকে বিশ্বাস করতে পারিস বল কি হয়েছে? অনিচ্ছা সত্ত্বেও সেদিন সব কিছু খুলে বল্লাম এবং জানতে চাইলাম এখন আমার করনীয় কি ?
আমি জানি সেদিন আন্টি খুব কষ্ট পেয়েছিলো তবে এছাড়া আমার আর কিছুই করার ছিলোনা.....
আমি জানি সেদিন আন্টি খুব কষ্ট পেয়েছিলো তবে এছাড়া আমার আর কিছুই করার ছিলোনা.....
EmoticonEmoticon