সমীক্ষা বলছে , হাঙ্গার ইন্ডেক্স এ ১১৯টি দেশের মধ্যে ভারত ১০০তম । ২০১৪ সালে খুদা সূচকে গোটা বিশ্বে ভারত ৫৫তম স্থানে ছিল । ২০১৬ তে ৯৭ এ নেমে আসে । ব্রিক্স-ভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের স্থান সর্বনিম্ন । সমীক্ষাটি চালিয়েছে " ইন্টার ন্যাশন্যাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট " । তাহলে প্রশ্ন ওঠে ভারত প্রচন্ড ক্ষুদা সংকটে ভুগছে । আমরা ইতিপূর্বে জানি আফ্রিকান দেশগুলোতে খাদ্য সংকট এত মারাত্মক আকারে আছে যে বেশীর ভাগ মানুষকেই খাদ্য বানাতে হয় মাটির সঙ্গে বিভিন্ন বনজ উপকরণ মিশিয়ে । ভারতবর্ষে ষাঠের দশকে সবুজ বিপ্লব আনা হয়েছিল কৃষি ব্যবস্থায় । জাতিসঙ্ঘের খাদ্য কৃষি সংস্থা (এফ এ ও ) খাদ্য নিরাপত্তার একটি তালিকা তৈরী করেছিল ১৯৯৬ সালে রোমে একটি আন্তর্জাতিক সন্মেলনের মাধ্যমে । বর্তমানে আমাদের দেশে তথা ভারতীয় উপমহাদেশে চালের দামে উর্ধগতি আগামী দিনের আতংক বয়ে নিয়ে আসছে । খাদ্য নিয়ে বিভিন্ন দেশে দাঙ্গা শুরু হয়ে গিয়েছে । ক্যামেরুন,মিশর ,মেক্সিকো ,মরক্কো , সেনেগাল , উজবেকিস্তান , ইয়েমেন ,সোমালিয়া এইসব দেশ ভুক্তভুগি । বিশ্ববাজারে খাদ্যপণ্যে কয়েকটি বৃহৎ পুঁজি যে ভাবে পৃথিবীর কৃষি ব্যবস্থাকে শুষে নিয়েছে তাতে চাষিদের চাষ নির্ভর বেঁচে থাকার সংকট ঘনিয়ে উঠেছে । তাই বর্তমানে কৃষি ব্যবস্থার আমূল সংস্কারের নামে নতুন পুঁজিবাদী সংস্কার আসতে চলেছে ।
চুক্তিচাষ প্রথার নামে কৃষি ব্যবস্থাকে পুরোপুরি কব্জায় আনতে চায় পুঁজিবাদীরা ।এমতাবস্থায় সমগ্র বিশ্বে ঘনিয়ে ওঠা খাদ্যসংকটের সমস্যা থেকে বেরিয়ে আসতে পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে গণআন্দোলনকে তীব্রতর অবস্থায় নিয়ে যেতে হবে , অন্যথায় অদূর ভবিষ্যতে ভারত উপমহাদেশ তো বটেই পৃথিবীর অন্তত ১০০টি দেশ সোমালিয়ায় পরিণত হতে চলেছে ........
চুক্তিচাষ প্রথার নামে কৃষি ব্যবস্থাকে পুরোপুরি কব্জায় আনতে চায় পুঁজিবাদীরা ।এমতাবস্থায় সমগ্র বিশ্বে ঘনিয়ে ওঠা খাদ্যসংকটের সমস্যা থেকে বেরিয়ে আসতে পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে গণআন্দোলনকে তীব্রতর অবস্থায় নিয়ে যেতে হবে , অন্যথায় অদূর ভবিষ্যতে ভারত উপমহাদেশ তো বটেই পৃথিবীর অন্তত ১০০টি দেশ সোমালিয়ায় পরিণত হতে চলেছে ........
EmoticonEmoticon