রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

জীবন বাচাতে নামতেই হবে যোদ্ধে ।

সমীক্ষা বলছে , হাঙ্গার ইন্ডেক্স এ ১১৯টি দেশের মধ্যে ভারত ১০০তম । ২০১৪ সালে খুদা সূচকে গোটা বিশ্বে ভারত ৫৫তম স্থানে ছিল । ২০১৬ তে ৯৭ এ নেমে আসে । ব্রিক্স-ভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের স্থান সর্বনিম্ন । সমীক্ষাটি চালিয়েছে " ইন্টার ন্যাশন্যাল ফুড পলিসি রিসার্চ ইন্সটিটিউট " । তাহলে প্রশ্ন ওঠে ভারত প্রচন্ড ক্ষুদা সংকটে ভুগছে । আমরা ইতিপূর্বে জানি আফ্রিকান দেশগুলোতে খাদ্য সংকট এত মারাত্মক আকারে আছে যে বেশীর ভাগ মানুষকেই খাদ্য বানাতে হয় মাটির সঙ্গে বিভিন্ন বনজ উপকরণ মিশিয়ে । ভারতবর্ষে ষাঠের দশকে সবুজ বিপ্লব আনা হয়েছিল কৃষি ব্যবস্থায় । জাতিসঙ্ঘের খাদ্য কৃষি সংস্থা (এফ এ ও ) খাদ্য নিরাপত্তার একটি তালিকা তৈরী করেছিল ১৯৯৬ সালে রোমে একটি আন্তর্জাতিক সন্মেলনের মাধ্যমে । বর্তমানে  আমাদের দেশে তথা ভারতীয় উপমহাদেশে চালের দামে উর্ধগতি আগামী দিনের আতংক বয়ে নিয়ে আসছে । খাদ্য নিয়ে বিভিন্ন দেশে দাঙ্গা শুরু হয়ে গিয়েছে । ক্যামেরুন,মিশর ,মেক্সিকো ,মরক্কো , সেনেগাল , উজবেকিস্তান , ইয়েমেন ,সোমালিয়া এইসব দেশ ভুক্তভুগি । বিশ্ববাজারে খাদ্যপণ্যে কয়েকটি বৃহৎ পুঁজি যে ভাবে পৃথিবীর কৃষি ব্যবস্থাকে শুষে নিয়েছে তাতে চাষিদের চাষ নির্ভর বেঁচে থাকার সংকট   ঘনিয়ে উঠেছে । তাই বর্তমানে কৃষি ব্যবস্থার আমূল সংস্কারের নামে নতুন পুঁজিবাদী সংস্কার আসতে চলেছে ।
চুক্তিচাষ প্রথার নামে কৃষি ব্যবস্থাকে পুরোপুরি কব্জায় আনতে চায় পুঁজিবাদীরা ।এমতাবস্থায় সমগ্র বিশ্বে ঘনিয়ে ওঠা খাদ্যসংকটের সমস্যা থেকে বেরিয়ে আসতে পুঁজিবাদী আগ্রাসনের বিরুদ্ধে গণআন্দোলনকে তীব্রতর অবস্থায় নিয়ে যেতে হবে , অন্যথায় অদূর ভবিষ্যতে ভারত উপমহাদেশ তো বটেই পৃথিবীর  অন্তত ১০০টি দেশ সোমালিয়ায় পরিণত হতে চলেছে  ........


EmoticonEmoticon