বিগত ১৯১৭ সালের ৭ নভেম্বর রুশ দেশে বলশেভিক পার্টি ও তার নেতা কমরেড লেনিনের নেতৃত্বে মহান অক্টোবর বিপ্লব সম্পন্ন হয়। বলশেভিক পার্টিকে ১৯০৫ সালের বিপ্লবী উত্থান, ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের অভিজ্ঞতার ভিতর দিয়ে ১৯১৭ সালের ৭ নভেম্বর শ্রমিক শ্রেণির নেতৃত্বে মহান সর্বহারা সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হয়। অক্টোবর বিপ্লব ছিল শ্রমিক শ্রেণির এক সফল পদক্ষেপ, পৃথিবীর ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ১৮৭১ সালে ঐতিহাসিক প্যারি কমিউন প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিক শ্রেণি রাষ্ট্র ক্ষমতা দখলের প্রয়াস চালালেও নানা কারণে তা ব্যর্থ হয়। রুশ দেশের শ্রমিক শ্রেণি প্যারি কমিউনের অজেয় শিক্ষা সামনে নিয়েই ১৯১৭ সালের ৭ নভেম্বরঅক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে পুরাতন স্বৈরতান্ত্রিক জারতান্ত্রিক রাষ্ট্র যন্ত্রকে চূর্ণ করে রাষ্ট্র ক্ষমতা দখল করে পৃথিবীর বুকে প্রথম শ্রমিক শ্রেণির রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। অক্টোবর বিপ্লবের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিপরীতে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার উদ্ভব ঘটে। অক্টোবর বিপ্লবের পর রুশ দেশের শ্রমিক শ্রেণি মানুষের ওপর মানুষের চাপিয়ে দেওয়া শোষণের চির অবসান ঘোষণা করে শ্রেণিহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজতান্ত্রিক বিনির্মাণের পথে যাত্রা শুরু করে। ইতিপূর্বেকার বিপ্লবগুলি শুধুমাত্র এক শোষকের পরিবর্তে অন্য শোষকের নিকট ক্ষমতার হস্তান্তর ঘটেছে। এই ক্ষেত্রে অক্টোবর বিপ্লব ছিল সম্পূর্ণ ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন। অক্টোবর বিপ্লব নিছক এক শোষকের পরিবর্তে অন্য শোষকের নিকট ক্ষমতার হস্তান্তর ছিল না। অক্টোবর বিপ্লব জারতন্ত্রকে উচ্ছেদ করে, কুলাকদের জমি বাজেয়াপ্ত করে ও তাদের ক্ষমতাকে ধ্বংস করে; গির্জা ও মঠের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের সম্পত্তিতে পরিণত করে; পুরোহিততন্ত্র ও ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে। অক্টোবর বিপ্লব পুঁজিতন্ত্রকে চূর্ণ করে, বুর্জোয়া শ্রেণির নিকট থেকে উৎপাদনের সকল উপকরণগুলি ছিনিয়ে নেয়; কলকারখানা, জমি, রেলপথ, ব্যাংক প্রভৃতিকে সমগ্র জনগণের সাধারণ সম্পত্তিতে পরিণত করে। অক্টোবর বিপ্লব বুর্জোয়া শ্রেণি ও জোতদার জমিদারদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তাদের ক্ষমতাকে চূর্ণ করে রুশ দেশে সোভিয়েত যুগের সূচনা করে।
রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon