মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

হতাশাই বাস্তব...

মীর জাফর আলী খান দেশের ভুখন্ড বিক্রিকরে দিয়েছিল বিদেশিদের কাছে। আমরা উদ্ধার করেছি।
জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং শেখ হাসিনা সম্মিলিতভাবে দেশের প্রাণ বিক্রি করে দিয়েছে বিদেশি বর্বরতাধারণকারী ভন্ডদের কাছে। এই প্রাণ এখন মুমূর্ষু। কখনো কি সম্ভব হবে দেশকে আলোর পথে ফিরিয়ে আনা? হতাশাই বাস্তব।

মীর জাফর আলী খান, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কর্মকাণ্ড তাদের আদর্শ অনুযায়ী স্বাভাবিক।
কিন্তু শেখ হাসিনা?
তিনি কি বিশ্বাসঘাতকতার সর্বনিকৃষ্ট উদাহরণ হয়ে  থাকতে চাচ্ছেন? হয়তো তাই। ধিক্!
একজন সংবিধানে বিসমিল্লাহ দিয়েছে। আর একজন দিয়েছে রাষ্ট্রধর্ম। প্রিয় শেখ হাসিনা আপনি বাংলাদেশের সুন্নতে খৎনাটা করিয়ে ফেলুন। রাষ্ট্রের ধর্ম ইসলাম, সুতরাং খৎনা জরুরি।

আর
সুপ্রিম কোর্টের সামনে দন্ডায়মান পুরুষাঙ্গের খৎনা করা একটা মূর্তি স্থাপন করে দিন। এটাই হোক ইসলামী বাংলাদেশের মূর্ত প্রতিক। ইসলামী চিত্রকলা ও ভাস্কর্য শিল্প বিকাশেও ওটি দারুন ভূমিকা রাখবে।

জয়মদিনা বলে আগে বাড়ো।
বেঈমানি আমাদের জাতীয় আদর্শ।


EmoticonEmoticon