সোমবার, ২ অক্টোবর, ২০১৭

ইংরেজী গ্রামারঃ বাক্যের অর্থ বুঝতে ১৫-দফা দাবী

কাঠামোর দিক থেকে ইংরেজি বাক্য হতে পারে সরল (simple), যৌগিক (compound), জটিল (complex) ও যৌগিক-জটিল (compound-complex) রূপের। কার্য-প্রকারের দিক থেকে হতে পারে ঘোষণাত্মক (delcarative), প্রশ্নাত্মক (interrogative), নির্দেশাত্মক (imperative) ও আবেগাত্মক (exclamative)।

বাক্যে ব্যবহৃত শব্দের অর্থ জানার পাশাপাশি বাক্যের কাঠামো বা গাঠনিক-রূপ এবং কার্য-প্রকার বুঝতে পারাটা অত্যন্ত জরুরী। ইংরেজী বাক্যের কাঠামো বলতে যে সাবজেক্ট-প্রেডিকেইট (subject-predicate) কিংবা সাবজেক্ট-ভার্ব-অবজেক্ট (subject-verb-object) নির্দেশ করা হয়, শুধু তা বুঝলেই বাক্যের অর্থ হৃদয়ঙ্গম করা সম্ভব নয়।

ইংরেজী বাক্য বুঝতে হলে এই সত্য বুঝতে হবে যে, বাক্য শুধু শব্দের সমষ্টি নয়; বাক্য হচ্ছে এক বা একাধিক ক্লজ (clause) দ্বারা গঠিত। সরল বাক্য একটি ক্লজ দিয়ে গঠিত বটে, কিন্তু কম্পাউণ্ড বাক্য গঠিত দু'টি ক্লজ নিয়ে।

কমপ্লেক্স ও কম্পাউণ্ড-কমপ্লেক্স বাক্য শুধু একাধিক ক্লজ নিয়ে গঠিত নয়। একটি বাক্যের একাধিক ক্লজের মধ্যে কোনটি মেইন ক্লজ এবং কোনটি সাবঅর্ডিনেইট ক্লজ, তাও বুঝতে হবে।

লক্ষ করেছি, ইংরেজী পড়ুয়া বাঙালীদের অধিকাংশই বাক্যের ক্লজ বুঝতে গোলমাল করে ফেলেন। তারা যখন ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করেন, তাদের অনুবাদের মধ্যে মূল ইংরেজির অর্থের বিকৃতিতে ক্লজ বুঝতে ন-পারার দুর্বলতা প্রকাশিত হয়ে পড়ে।

ইংরেজী বাক্যের পূর্ণ অর্থ বুঝতে হলে শুধু শব্দের অর্থ জানাই যথেষ্ট নয়, শব্দগুলো কী নিময়ে কাঠামোবদ্ধ, তা বুঝতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে যারা ইংরেজী পড়তে আসেন, আমি তাদেরকে বলি, ইংরেজী বাক্যের পূর্ণ অর্থোদ্ধার পাঠকে কাছে ন্যুনপক্ষে ১৫টি কর্ম দাবী করেঃ

(১) ইংরেজী বাক্যের দিকে তাকিয়ে সাবজেক্ট-ভার্ব-অবজেক্ট (SVO) খোঁজার আগে ক্লজ (clause) খুঁজুন। একাধিক ক্লজ থাকলে, তাদের মধ্যে সম্পর্ক বুঝতে চেষ্টা করুনঃ এরা কি সমান-সমান, নাকি অসম?

(২) অসমান একাধিক ক্লজ থাকলে, কোনটি মেইন ক্লজ (main clause), আর কোনটি সাব অর্ডিনেইট ক্লজ (subordinate), তা নিরূপণ করুন।

(৩) প্রতিটি ক্লজের মধ্যে সাবজেক্ট (subject) কোনটি আর প্রেডেইকেইট (predicate) কোনটি চিহ্নিত করুন।

(৪) বাক্যের সাবজেক্ট কি একটি নাউন (noun), নাকি নাউন ফ্রেইজ (noun phrase), তা বুঝুন।

(৫) নাউনের আগে কী প্রকারের ডিটারমিনার (determiner),  কোয়াণ্টিফাইয়ার (quantifier) বা কোয়ালিফাইয়ার (qualifier) আছে, দেখে বুঝার চেষ্টা করুন।

(৬) কোলিফাইয়ার হিসেবে কি একটি এ্যাডজেক্টিভ আছে নাকি একগুচ্ছ শব্দ এ্যাডজেক্টিভ ফ্রেইজ হিসেবে ব্যবহৃত হয়েছে? এ্যাডজেক্টিভের কোলিফাইয়ার হিসেবে কি কোনো এ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে?

(৭) প্রেডিকেইটে ভার্ব (verb) খুঁজে বের করুন; মনে রাখতে হবে, ভার্ব ছাড়া প্রেডিকেইট হয় না। ভার্বের কাল বা টেন্স (tense) বুঝতে চেষ্টা করুন এবং ভার্বের ইনফ্লিকশন (inflection) হয়ে থাকলে, তা কীভাবে হয়েছে, তাও লক্ষ করুন।

(৮) মেইন ভার্বের (main verb) সাথে কোনো অক্সিলারী ভার্ব (auxilary verb) আছে কিনা, তাও বিবেচনায় আনুন। মনে রাখতে হবে, সিম্পল প্রেজেণ্ট (simple present) ও সিম্পল পাষ্ট (simple past) ছাড়া অন্য সকল  প্রকার টেন্সে অক্সিলারী ভার্ব লাগবেই।

(৯) মনে রাখতে হবে, ইংরেজি ভার্বের বর্তমান ও অতীত কাল থাকলেও ভবিষ্যত কাল নেই। তো, ভবিষ্যত কাল বুঝাতে মেইন ভার্বের সাথে যে-অক্সিলারী মৌড্যালভার্ব ব্যবহৃত হয়েছে, তার চরিত্র কী? এতে সম্ভাবনা, ঔচিত্য, বাধ্যতা, ক্ষমতা বা অন্য কিছু বুঝানো  হয়েছে, তা লক্ষ করুন।

(১০) ভার্ব কোথায়, কখন, কীভাবে এবং কেনো সংঘটিত হলো, তার অর্থ খুঁজুন এ্যাডভার্বিয়্যালে (adverbial)।

(১১) বাক্যের মধ্যে ভার্বের কোনো অবজেক্ট (object) আছে কিনা, তা খুঁজে বের করুন এবং অবজেক্টের কাঠামো ও চরিত্র বুঝার চেষ্টা করুন। অবজেক্ট হতে পারে একটি নাউন কিংবা নাউন ফ্রেইজ।

(১২) অবজেক্টের সাথে বাক্যের অপর অংশের সম্পর্ক নির্দেশ করতে কী প্রকারের প্রিপোজিশন (preposition) ব্যবহৃত হয়েছে? প্রিপোজিশনের ওপর বাক্যে অর্থ নির্ভরশীল।

(১৩) বাক্যের মধ্যে ব্যবহৃত কনজাংশন বা কানেকটিভের চরিত্র বুঝুন। এটি কি কোঅর্ডিনেইটিং কনজাংশন (coordinating conjunction), নাকি সাবঅর্ডিনেইটিং কনজাংশন (subordinating conjunction), তা বুঝতে চেষ্টা করুন

(১৪) বাক্যে ব্যবহৃত পাংচুয়েশন (punctuation) বা যতি চিহ্ন লক্ষ করুন; কারণ বাক্যের অর্থ নির্ধারণে এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

(১৫) সর্বোপরি, বুঝতে চেষ্টা করুন বাক্যটি কোন প্রকারের। এটি কি ডিক্লার‍্যাটিভ (declarative), ইণ্টারোগ্যাটিভ (interrogative), ইম্পার‍্যাটিভ (imperative),  এক্সক্লেম্যাটিভ (exclamative), নাকি মিশ্রিত প্রকারের?

বলাই বাহুল্য, উপরের ১৫টিই শেষ কথা নয়; আরও দাবী আছে। তবে, এই ১৫টি দাবী অবশ্য-পূরণীয়।

০১/১০/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড


EmoticonEmoticon