রাষ্ট্রপতির প্রস্তাবিত কাঁঠালের আমসত্ত্ব বাংলাদেশের আলঙ্কারিক ক্ষমতার রাষ্ট্রপতি নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পক্ষে কথা বলেছেন। আর, সেই কথা তিনি বলেছেন একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে বক্তৃতা করতে গিয়ে।
দেখলাম, আঞ্চলিকতার সূত্র ধরে এক নারীবাদী লেখিকা ময়মনসিংহবাদী হয়ে, তাঁর প্রতি প্রীতি প্রদর্শন করে ফেইসবুকে একটি ষ্টেইটাস লিখেছনে। সেখানে তিনি রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে লিখেছেনঃ
"[১] বিশ্বকে অবশ্যই ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। [২] ধর্মের অপব্যাখ্যা সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। [৩] অশুভ শক্তি এখনও ধর্মভিত্তিক জাতি অথবা রাষ্ট্র গঠনের চেষ্টায় লিপ্ত, যা আমরা লক্ষ করি। [৪] কিন্তু বিশ্ববাসীকে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। [৫] অতীতে ধর্মভিত্তিকে রাষ্ট্রকে কেন্দ্র করে জাতিতে জাতিতে বহু সংঘাত হয়েছে, যুদ্ধ হয়েছে। ধর্মের নামে মনুষ্যত্ব, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ভূলুণ্ঠিত হয়েছে। [৬] তিনি বলেন, ‘আমরা এখনও প্রত্যক্ষ করছি, একটি অশুভ মহল ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। [৭] কোনও ধর্ম নয়, বরং ধর্মনিরপেক্ষতা হবে একটি জাতি ও দেশ গঠনের ভিত্তি। [৮] কোনও একক ধর্ম নয়, বরং সব ধর্মের অনুসারীদের নিয়ে গড়ে তুলতে হবে ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন সৌহার্দ্যময় সমাজ ও রাষ্ট্র। [৯] যেখানে সব ধর্মের লোক পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরমতসহিষ্ণুতা, উদার দৃষ্টিভঙ্গি নিয়ে নিজ নিজ ধর্ম পালন করবে। [১০] ধর্মীয় উৎসব উদযাপনে ভিন্নতা থাকবে; তবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের অনুসারীদের চেতনা ও মূল সুর একই। [১১] বাংলাদেশে দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সব ধর্মের লোক নিজ নিজ ধর্ম পালন করে আসছে।"
পাঠক লক্ষ করুনঃ [১] নং বাক্যে বলা হয়েছে রাষ্ট্রপতি বলেছেন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে; কিন্তু [৮] নং বাক্যে ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র গঠনের কথাও বলা হয়েছে।
বলাই বাহুল্য, ধর্মীয় মূল্যবোধ দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করা, আর কাঁঠালের আমসত্ত্ব তৈরী করার মতো একটি অসম্ভব প্রস্তাব।
০১/১০/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড
EmoticonEmoticon