রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

কবি লিখে যায়...

প্রচণ্ড প্রসব ব্যথায় কবি কুকড়ে যায়
তবু পৃথিবী বদলে দেবার
সেই কবিতাটি জন্ম নেয় না,
কবি লিখে যায়...............................

পৃথিবী বদলে যাবার শতবর্ষ পরেও লেনিন
আমার মায়ের মুখে কোন হাসি নেই,
বাবা আজও বয়ে চলে শোষণের জোয়াল।

মা! মা তোর ভুখা সন্তানের মুখে
দু'মুঠো অন্য দিতে চাই
বলেইতো সমাজতন্ত্র চাই,
মা! মা তোর অনাগত সন্তানের কাধে শোষণের জোয়াল চড়াতে চাইনা
বলেইতো সমাজতন্ত্র চাই।

পুজিঁ ধ্বংস হোক মানুষ মুক্তি পাক
পুজিঁ ধ্বংস হবে মানুষ মুক্তি পাবে!
কবে?
যবে কিশোর কমিউনিস্ট হবে
যুবক যে দিন উন্নত মস্তকে রাজপথে যাবে,
কবির কলম যে দিন শোষিতের পক্ষ নিবে।

মা! মা এই ভেবে ভয় পাসনে ছেলে তোর কমিউনিস্ট
পুজিঁর শোষণ জুলুমের অনিবার্য সন্তানের নাম কমিউনিস্ট,
মেহনতি মানুষের মুক্তির দিশারীরাই কমিউনিস্ট
ঘুনে খাওয়া সভ্যতাকে ভেঙ্গে গড়বার সৈনিকের নামই কমিউনিস্ট।


EmoticonEmoticon