সম্ভ্রম হারা যুবকের হাতে
তুলে দাও মার্কসবাদ,
মনুষ্যত্বহীন মানুষের হাতে
তুলে দাও মার্কসবাদ।
তুলে দাও মার্কসবাদ,
মনুষ্যত্বহীন মানুষের হাতে
তুলে দাও মার্কসবাদ।
কমল কোমল শিশুদের হাতে
অভিশপ্ত আমপারা কেন?
তুলে দাও বিজ্ঞান।
অভিশপ্ত আমপারা কেন?
তুলে দাও বিজ্ঞান।
অনস্তিত্বের ভয়ে ভীত যে অস্তিত্বশীল মানুষ
তার হাতে তুলে দাও বিজ্ঞান।
তার হাতে তুলে দাও বিজ্ঞান।
চাই--- হাতে-মগজে-চিন্তা-চিত্তে
মার্কসবাদ-বিজ্ঞান।
মার্কসবাদ-বিজ্ঞান।
কলম.........!
তুমি অনাক্রমণ চুক্তি করবে কেন?
তোমার জন্মতো অনাক্রমণ চুক্তি করার জন্য নয়।
তুমি অনাক্রমণ চুক্তি করবে কেন?
তোমার জন্মতো অনাক্রমণ চুক্তি করার জন্য নয়।
আক্রমণের পাল্টা আক্রমণ
দাঁত ভাঙ্গা জবাবে ভু-লুন্ঠিত কর,
অনস্তিত্ব আরশে অবস্থিত
মিথ্যে ভয় প্রদর্শনকারী অনস্তিত্বকে।
দাঁত ভাঙ্গা জবাবে ভু-লুন্ঠিত কর,
অনস্তিত্ব আরশে অবস্থিত
মিথ্যে ভয় প্রদর্শনকারী অনস্তিত্বকে।
অনস্তিত্বের জন্য ঘর তৈরিতে ব্যস্ত
ধর্ম নামক আফিম সেবী ধার্মীকেরা,
অস্তিত্বশীল মানুষগুলো ক্ষুধার্থ
ওরা বাসস্থান চায় ওরা বাস্তুহারা।
ধর্ম নামক আফিম সেবী ধার্মীকেরা,
অস্তিত্বশীল মানুষগুলো ক্ষুধার্থ
ওরা বাসস্থান চায় ওরা বাস্তুহারা।
EmoticonEmoticon