৬৮০ খ্রিস্টাব্দে তথাকথিত কারবালার যুদ্ধ সংঘটিত হয়েছিল আলি ইবনে আবু তালিবের পুত্র ইমাম হুসেন এবং ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মধ্যে। ঐতিহাসিক তথ্য প্রমাণ ছাড়াই তর্কের খাতিরে যুদ্ধটিকে সত্যি ধরে নিয়ে আজকের এই পোস্ট, যে যুদ্ধ নাকি সংঘটিত হয়েছিল ক্ষমতার দ্বন্দে নবীর গোত্র বনু হাশিম এবং ইয়াজিদের গোত্র উমাইয়াদের মধ্যে। কথিত সেই যুদ্ধে ইয়াজিদ পক্ষের সৈন্যরা নবী বংশের সকল পুরুষকে হত্যা করে, এমনকি কোলের শিশুটিকেও তারা বাদ রাখেনি! কিন্তু নবী বংশের একটা মেয়েকেও তারা হত্যা করেনি। হত্যা না করে বেছে বেছে সুন্দরী মেয়েদেরকে ইয়াজিদ তার হারেমের যৌনসঙ্গি বানিয়েছিল! নবী মোহাম্মদ কুরানের যে আয়াত নাজিল করিয়ে ইহুদি/খ্রিস্টান/প্যাগান নারীদেরকে যুদ্ধলম্ভ মাল তথা গণীমত দেখিয়ে ভোগ করতেন, সেই আয়াতের জোরেই ইয়াজিদ নবী বংশের মেয়েদেরকে গণীমত হিসেবে ভোগ করেছিল, বিন্দুমাত্র ছাড় না দিয়ে।
কোন এক আধার রাতে, সঙ্গমে অনিচ্ছুক নবী বংশের কোন এক নারী যাকে একটু আগেই হয়তো ভোগ করে গেছে ইয়াজিদ! হারেমের জানালা দিয়ে খোলা আকাশের লক্ষ তারার পানে নির্নিমেষ তাকিয়ে তার চোখে কি এক ফোঁটা অশ্রুও তখন নির্গত হয়নি? তার এই দূরবস্থা, কোরান সিদ্ধ গণীমতের মালে পরিণত হবার জন্য কি নবী মোহাম্মদের প্রতি তার অন্তরে এতটুকু ঘৃণার সঞ্চার হয়নি?
EmoticonEmoticon