রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

পুঁজিবাদী অর্থনীতি ও প্রেম

আমিও একদিন মানুষ ছিলাম,
সস্তা দামে মেলা থেকে মাটির পুতুল
কিনে দিতাম তোমাকে।

পুঁজিবাদী অর্থনীতিতে মানুষের
কি অধপতন দেখ!
আমি আজ এক্স করলার প্রতিশ্রুতি দিলে
তুমি চাও মার্সিডিজ!
অথচ,
এই তুমিই একদিন দু'পয়সার পুতুলে তুষ্ট ছিলে।

যেদিন তুমি নোংরা পুঁজিবাদী অর্থনীতির
ফাঁদে পা দিলে,
আমার অসাধারণ কৃষক পিতা
তোমার চোখে সামান্য চাষা হয়ে গেল,
তোমার চাই সচিবের ছেলে-----
মন্ত্রীর হলে আরও ভালো।

আমার কবিতা প্রথম যে দিন ছাপা হয়
তোমাকে জানিয়েছিলাম,
তুমিও জানতে চেয়েছিলে
"ওরা টাকা পয়সা কেমন দেয়?"

ভারতের সমস্যা ধর্মীয় নাকি অর্থনৈতিক?
এই প্রশ্নে ভারত ভেঙে গেল,
সে দিন নেতারা ধর্মের পক্ষে না গিয়ে
অর্থনীতির পক্ষে গেলে
অক্ষত ভারত পাওয়া যেত,
আর আজ তুমি ঐ অর্থনীতিরর পক্ষে গেলে বলেই আমাদের প্রেম........!


EmoticonEmoticon