রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭

চে এর প্রতি

কবিতাটি যখন লেখা  হয় তখন মোটামুটি ভাববাদী ছিলাম,সে বছর তিন আগের কথা।কবিতাটিকে ভাববাদের প্রভাব থেকে মুক্ত করতে সামান্য সংস্কার করা হলো।আর কবিতাটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এই কবি সুনীল গঙ্গোপাধ্যায় এর বিখ্যাত কবিতা "তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় " এর সাথে মিলে যায়।পাঠক, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পার্থক্য কোথায়।আর যদি মনে করেন মিলে গেছে আমি ক্ষমা প্রার্থী। মিলবে না বলেই আমার বিশ্বাস।
               চে এর প্রতি
তোমার মৃত্যু আমাকে অপরাধী করে না
বিপ্লবী করে তোলে,
রক্তে আগুন জ্বালিয়ে দেয়
দেয় দু'চোখে অশ্রুর বদলে
অগ্নির তাগাদা।
প্রকৃতি মানুষকে করেছে স্বাধীন
অথচ দেখ............
সেই মানুষই মেতে উঠেছে
নিজেদের গোলামিতে।
কে কাকে গোলাম বানাবে
তারই মহড়া চলছে চারিদিকে,
আর তুমি.......
তুমি মেতে উঠেছিলে
এই গোলাম প্রভুর প্রথা
পদ তলে দিতে।
বলিভিয়ার জঙ্গলে
ক্ষুধার্ত হায়নার দল,
খুবলে নিল তোমার প্রাণ
তুমি নিরুদ্বিগ্ন।
তুমি মরোনি-মরবে না
তুমি বেঁচে থাকবে
বিপ্লবীদের মাঝে,
লাখো মুক্তিকামী
মানুষের মাঝে
তুমি অমর
তুমি এর্নেস্তো চে।


EmoticonEmoticon