সর্বহারার শ্লোগান
~~~~~~~~~~
কমরেড !! উঠে দাঁড়াও
হাতিয়ার তোল হাতে,
আজকে যুদ্ধ করতে হবে
শ্রম চোরের সাথে।
আমাদের ঘাম যুগেযুগে চুরি
আমাদের বুকে আমাদের ছুরি
আর মানিনা ভাই,
রাজপথে নেমে শ্লোগান তোল
সমাজতন্ত্র চাই।
জয় জয় সর্বহারা
মুক্তি কোথায় আমরা ছাড়া,
লাল পতাকা তুলে ধর
লড়াই লড়াই লড়াই কর।
আমরা সর্বহারা
আমাদের নেই হারাবার ভয়,
পুঁজির শিকল ছাড়া
জাগো সর্বহারা,
ভেঙ্গে ফেলো গুড়িয়ে দাও
পৃথিবী থেকে উড়িয়ে দাও,
শোষণ জুলুমের ডেরা
জাগো সর্বহারা।
~~~~~~~~~~
কমরেড !! উঠে দাঁড়াও
হাতিয়ার তোল হাতে,
আজকে যুদ্ধ করতে হবে
শ্রম চোরের সাথে।
আমাদের ঘাম যুগেযুগে চুরি
আমাদের বুকে আমাদের ছুরি
আর মানিনা ভাই,
রাজপথে নেমে শ্লোগান তোল
সমাজতন্ত্র চাই।
জয় জয় সর্বহারা
মুক্তি কোথায় আমরা ছাড়া,
লাল পতাকা তুলে ধর
লড়াই লড়াই লড়াই কর।
আমরা সর্বহারা
আমাদের নেই হারাবার ভয়,
পুঁজির শিকল ছাড়া
জাগো সর্বহারা,
ভেঙ্গে ফেলো গুড়িয়ে দাও
পৃথিবী থেকে উড়িয়ে দাও,
শোষণ জুলুমের ডেরা
জাগো সর্বহারা।
EmoticonEmoticon