সমাজতন্ত্র-সাম্যবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ,
পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ
ধ্বংস হোক নিপাত যাক।
জিন্দাবাদ জিন্দাবাদ,
পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ
ধ্বংস হোক নিপাত যাক।
মূল্য নেই! মূল্য নেই!!
কারো কোথাও মূল্য নেই,
কারো কোথাও মূল্য নেই,
কৃষকের মূল্য নেই,শ্রমিকের মূল্য নেই
শিক্ষার মূল্য নেই, শিক্ষকের মূল্য নেই,
শিক্ষার মূল্য নেই, শিক্ষকের মূল্য নেই,
নারীদের মূল্য নেই, শিশুদের মূল্য নেই
বড় মানুষের মূল্য নেই,ভালো মানুষের মূল্য নেই,
বড় মানুষের মূল্য নেই,ভালো মানুষের মূল্য নেই,
কারো কোথাও মূল্য নেই।
কবি ! মূল্যহীন এই সমাজে বেঁচে থেকে কতই মূল্য তুমি পাবে?
তার চেয়ে ভালো এই সমাজ ভাঙ্গবার গান লিখ, যা সংগ্রামী মানুষদের সাহস দিবে ||
তার চেয়ে ভালো এই সমাজ ভাঙ্গবার গান লিখ, যা সংগ্রামী মানুষদের সাহস দিবে ||
কবি লেখে.......................................
পৃথিবীর যত শোষির বঞ্চিত
ভোখা মানুষের দল,
ঐ দেখা যায় লাল পতাকা
চল ওদিকে চল।
ভোখা মানুষের দল,
ঐ দেখা যায় লাল পতাকা
চল ওদিকে চল।
কান পেতে শোন কি নিদারুণ
অনাহারী শিশুর কাতরোক্তি,
অধিকার আদায়ে রাজ পথে নাম
হয় মৃত্যু নয় মুক্তি।
অনাহারী শিশুর কাতরোক্তি,
অধিকার আদায়ে রাজ পথে নাম
হয় মৃত্যু নয় মুক্তি।
বিপ্লবী যারা জেগে ওঠো তারা
বদ্ধভূমী ফুড়ি,
লাল নিশান আবার উড়াও
সারা বিশ্ব জুড়ি।
বদ্ধভূমী ফুড়ি,
লাল নিশান আবার উড়াও
সারা বিশ্ব জুড়ি।
লাশের উপর লাশ ফেলিয়া
কর লাশের ঢিবি,
সেই ঢিবির ওপর দাও শ্লোগান
শুনতে বিশ্ব ব্যাপী।
কর লাশের ঢিবি,
সেই ঢিবির ওপর দাও শ্লোগান
শুনতে বিশ্ব ব্যাপী।
যেই পতাকার জন্য জীবন দিয়ে ছিলে সবে
সেই পতাকা আজকে পায়ে পিষ্ট করতে হবে,
রক্ত নিশান রক্ত নিশান রক্ত দিয়ে আঁকা
যেই নিশানে যাবে নাকো জাতির ছবি দেখা।
সেই পতাকা আজকে পায়ে পিষ্ট করতে হবে,
রক্ত নিশান রক্ত নিশান রক্ত দিয়ে আঁকা
যেই নিশানে যাবে নাকো জাতির ছবি দেখা।
EmoticonEmoticon