প্রিয় জননেত্রী,
বিদেশে আপনি যথেষ্ট সম্মান কুঁড়িয়েছেন। কিন্তু দেশের মানুষের কাছে আপনার সম্মান কতটুকু?
দেশে যদি আপনার সম্মান না থাকে তো বিদেশের সম্মান দিয়ে কি করবেন? আপনি আমাদের দেশের নেত্রী নাকি বিদেশের?
প্রিয় নেত্রী,
আপনার আমলেই জুয়া চুরির অর্থনীতি অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। আপনার আমলেই হলমার্ক,ডেসটিনি,বেসিক ব্যাংক,সোনালী ব্যাংক,বাঙলাদেশ ব্যাংক কেলেঙ্কারী হয়েছে। দায়ী ক'জনকে আপনি শাস্তি দিয়েছেন? কত টাকা উদ্ধার করেছেন? আপনার উপদেষ্টা দরবেশ বাবা হাজার কোটি টাকার ঋণ খেলাপি, অথচ তিনি নাকি বাঙলাদেশ কেন পৃথিবীর সেরা দু হাজার ধনীদের একজন! কেমনে কি? সেই দরবেশ বাবা কর্তৃক শেয়ার বাজারের ত্রিশ হাজার কোটি টাকা লোপাট ও জিএমজি এয়ারলাইন্স কেলেঙ্কারির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন?
বিগত নয় বছরের কথা বলি, সাধারণ মানুষ হতে যত জনকে আপনি মন্ত্রী এমপি বানিয়েছেন, তাদের সাথে দেশের জনগণের সম্পদের খুব একটা বেশি পার্থক্য ছিলনা। আজ তাদের সম্পদের পরিমাণ কত সেই হিসাব কি রেখেছেন? রাজনীতি মানে যে ব্যবসা নয় সে ব্যপারে আপনার যুক্তি কি?
ঘুষ ছাড়া কেন চাকরী হয়না মহাশয়া? সরকারি দপ্তরগুলো কেন দূর্ণীতির আখড়া ? আপনার আমলে সেকেন্ড হোম কেনার হিড়িক পড়লো কেন? প্রতিবছর ৭৪ হাজার কোটি টাকা পাচার হবার সংবাদটি কতটুকু ভুল?
দেশের প্রাকৃতিক সম্পদ বিদেশীদের হাতে তুলে দিচ্ছেন কেন?
২৪ লাখ শিক্ষিত বেকারের চাকরী নাই। পূর্ণবাসন ছাড়া ঢাকা হতে হকারদের উচ্ছেদ করেছেন। গরীব মানুষের ব্যাটারি চালিত রিক্সা ভেঙেছেন।
৫৭ লক্ষ বন্যার্ত মানুষকে জনপ্রতি দেড় টাকা সাহায্য দিয়ে বড় ভালো কাজ করেছেন। রোহিঙ্গা বিষয়ে আপনার উদ্যোগের বিষয়ে কোন কথা বলবোনা। প্রিয় নেত্রী, দেশ হতে ভেগে যাওয়া হিন্দুদের জমি জমা এখন কাদের দখলে সেই হিসেব রেখেছেন?
বাল্যবিবাহ বন্ধ করতে না পেরে ১৬ বছরের বিবাহকে বৈধতা দিয়েছেন। দেশে গুম/খুন/হত্যা/ধর্ষণ/লুটপাট/অপহরণ/যৌতুকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন?
মুক্তমনা হত্যাকান্ডের কয়টা বিচার করেছেন?
চালের দাম ৭০ টাকা, আটার দাম বেড়েছে কেজিতে ৫ টাকা, কাঁচা মরিচ ২২০ টাকা কেজি, লবনের দাম ৪৪ টাকা!
আপনার দল আওয়ামীলীগ পুরো দেশে লুটপাট করে জনগণকে অভুক্ত রাখার প্ল্যান করেছে। দেশে পাহাড়ি/আদিবাসী/সংখ্যালঘু নির্যাতন করে, হত্যা করে পাঁচ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আপনি নোবেল পুরস্কারের আশা করেন কি করে?
প্রিয় জননেত্রী,
সুশাসন কায়েম করে দ্রব্যমূল্য কম রেখে সমস্ত দূর্ণীতি অরাজকতা দূর করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন, আইনের শাসন চালু করুন। দেশের জনগণের ভালবাসার কাছে একটা নোবেল কেন হাজারটা নোবেল ও গৌণ.....!
EmoticonEmoticon