মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

রাষ্ট্রচিন্তার রাষ্ট্রনৈতিক পটভূমিকা ।।

স্পেন। কাদিজ স্পেনের একটি প্রাচীন রাজ্য। চরম অত্যাচারী রাজশাসনের বিরুদ্ধে কাদিজ জনগনের দীঘ লড়াই,সংগ্রাম ও বিদ্রোহের পরে কাদিজবাসী সিদ্ধান্ত নেন,
এই স্বেচ্ছাচারী রাজতন্ত্রের বিপরীতে
কিছু একটা বিকল্প ব্যবস্থা দাড় করাতে হবে।
কাদিজ জনগোষটীর রাজনৈতিক
সচেতন ব্যক্তিরা একজোট হয়ে সাধারন জনগনের সাথে দীঘ আলাপ আলোচনার
মাধ্যমে তারা একটি জনগনতান্ত্রিক সংবিধান রচনা করে ফেললেন
১৮১২ সালে।

কাদিজ জনগন ঐক্যবদ্ধ তীব্র গনআন্দোলন শুরু করলেন রাজার বিরুদ্ধে।
জনদাবি একটাই। যে সংবিধান তারা
রচনা  করেছেন সেই সংবিধান অনুযায়ী রাজাকে দেশ চালাতে হবে,
না হলে রাজাকে দেশ ছাড়তে হবে।
জন বিস্ফোরনের মুখে পড়ে রাজা বাধ্য হন জনগনের রচিত সংবিধান অনুযায়ী দেশ শাসনে।
জনগনের চাপে পড়ে বাধ্য হয়ে রাজা মশায় কিছুদিন সেই সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালনা করে। কিছুকাল সেইভাবে দেশ শাসনের পর রাজা পুনরায় স্বেচ্ছাচারি শাসন শুরু করে দিলেন।

আবার জনবিদ্রোহ-সংগ্রাম শুরু হলো, দীঘ আন্দোলনের পর রাজা মসনদ ছেড়ে  দেশ থেকে পালিয়ে প্রাণ বাচালেন।

১৮২০ সালে কাদিজের জনগন,
পালিয়ে যাওয়া রাজাকে খবর পাঠালেন
ও বললেন,
মান্যবর রাজা-আপনি যদি ১৮১২ সালে কাদিজ জনগনের রচিত জন-গনতান্ত্রিক সংবিধান মেনে চলেন এবং সংবিধানুযায়ী দেশ চালাতে সম্মত থাকেন,তাহলে কাদিজে আপনাকে আবার ফিরিয়ে আনবো। নতুবা আমৃত্যু নির্বাসনে থাকতে হবে পরদেশে।
কাদিজবাসির আহবানে সাড়া দিয়ে,
জনগনের দাবী শতভাগ মেনে নিয়ে, অবশেষে দেশে ফিরে রাজা মশায়।

রাজা সবীকৃত হলেন এবং স্পেনের কাদিজে ফিরে এসে প্রকাশ্যে জনসম্মুখে
ঘোষনা করলেন-
আমি ইতিপূবে যা করেছি সব ভুল করেছি,আমি আমার দেশের জনগনের কাছে ক্ষমা প্রার্থি।

তিনি আরো ঘোষনা করলেন যে,
আমি আমার প্রিয় স্পেনের কাদিজ জনতার রচিত সংবিধান অনুযায়ি দেশ পরিচালনা করিব এবং করিতে বাধিত থাকিব।
দেশ পরিচালনায় আমার ন্যুনতম কোন ভুল ভ্রান্তি হইলে আপনারা আমাকে শোধরিয়ে দিবেন। আমি জনগনের কাছে সব সময় বাধিত থাকিব।
১৮২০ সাল। কাদিজ,স্পেন।

প্রশ্ন: (১)
১৮১২ সালে স্পেনিয় কাদিজ জনগোষটী
যদি একটি জনগনতান্ত্রিক সংবিধান রচনা করিতে পারেন,আমরা কেন পারিব না?
প্রশ্ন: (২)
১৮২০ সালে কাদিজের বিপ্লবী জনতা
অনেক অত্যাচারের শিকার হয়ে,
দীঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনগনতান্ত্রিক সংবিধান রচনা করে, শাসককে সেই সংবিধান মেনে নিতে বাধ্য করতে পারেন এবং সুশাসন প্রতিষ্টা করতে পারেন।
আমরা কেন জনগনতান্ত্রিক সংবিধান রচনা ও সেই জনগন কতৃক রচিত সংবিধানের ভিত্তিতে দেশে সুশাসন নিশ্চিত করতে পারবো না?

অসমাপ্ত-১


EmoticonEmoticon