শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

এখনি সময় নিজেকে প্রশ্ন করুন ।

ধার্মিকদের  ধারণাগত দেবতা বা আল্লাহ জন্য প্রার্থনা থেকে  কি মানুষের  চিন্তাভাবনামূলক কর্মকান্ড আরও উত্তম না?

মানুষ খুব অলস প্রকৃতির।চিন্তাভাবনা নিয়ে সময় ব্যয় করতে চায় না।ধর্মের প্রতিষ্ঠাতার মস্তিষ্কের থেকে যে চিন্তাভাবনা বা ধারনা গুলি প্রতিষ্ঠিত শুধু তাই নিয়েই থাকতে চান। মানুষ যেই বাস্তব  চিত্রগুলি দেখে তা থেকে চিন্তার প্রক্রিয়া শুরু করে না।তাহলে ধর্ম অনেক আগেই বিলুপ্তি হয়ে যেত।

মানুষ  সঞ্চিত করেছে চিন্তাভাবনা গুলিকে। তারা  লেখা  পড়া করছে এবং প্রতিদিন শিখছে।কিন্তু তাদের নিজস্ব  জ্ঞানকে সঞ্চিতা করে রেখে অন্যের জ্ঞান দ্বারা সব কিছুর ব্যাখ্যা করেছে।

আপনার কাল্পনিক ধর্মই আপনার কর্তৃত্ব করছে কেন? আবার আপনার সন্তানকেও একই ভাবে শিখাছেন।এবং  তাদেররর  স্কুলে গুলিতেই শেখানো হয় গীর্জা,মজিদ এবং মন্দিরগুলি সব থেকে পবিত্র স্থান।আপনি তাদেরকে নতুন কিছু শিখাচ্ছেন না। আপনার অলস চিন্তা গুলিকে তাদের উপর চাপিয়ে দিচ্ছেন। কারণ মনের মত করে নিজের এবং তাদের জন্য নতুন কিছু  খুঁজে বের করার জন্য আপনি খুব অলস।

তারপর আপনি আপনার কল্পনা দ্বারা অনুপ্রাণিত হয়ে কাঠ এবং মাটির মত কাঁচামাল থেকে আপনার ঈশ্বর সৃষ্টি এইগুলি বিশ্বাস করেন।তবে আপনি এখন পর্যন্ত এই সব বিশ্বাসকে সত্য ও চূড়ান্তভাবে কোন তদন্ত ছাড়াই গ্রহণ করেছেন।কারণ  তদন্তে করার মত শক্তি বা সৎ সাহস আপনার নেই।যা কিনা আপনার নিজের মধ্যে এইরকম সৎ সাহস সৃষ্টি ব্যর্থত হয়েছেন।এখন আবার আপনার এই ব্যর্থতা গুলিই সন্তানদের শিখাচ্ছেন।
এখন যারা এই বিষয় গুলি নিয়ে আপনাকে প্রশ্ন করে তারা আপনার শত্রু হয়ে যায়।এবং তাদেরকে হত্যা করতেও কোন আপোষ করেন না।

আর মূল কথা হচ্ছে আপনি অজানাকে অনুমান করতে পারেন না তাই আপনি অজানা মধ্যে প্রসারিত ঈশ্বরের মতো একটি শব্দ তৈরি করেন।

এখনি সময় নিজেকে প্রশ্ন করুন।এটা কি সত্য? বা সঠিক ধারণা যা আপনি  বাস্তব সত্য  হিসাবে বিশ্বাসীর মধ্যে থেকে গ্রহণ করেছিলেন?


EmoticonEmoticon