'রোহিঙ্গা মুসলিম' নামে পরিচিত বাঙালী-আরাকানীদের উদ্ধারের জন্যে নোবেল শান্তি পুরস্কারের জন্যে যদি কারও কথা যদি বিবেচনা করা হয়, তা কে বা কারা হবে, সে-সম্পর্কে দৈনিক গার্ডিয়ান লিখেছেঃ
"The UN refugee agency has won two Nobel peace prizes in the past but none since 1981, and the jury may feel its work, led by Filippo Grandi during a period of unprecedented global migration and displacement, is worth rewarding. In recent years, the agency has responded to the Syrian civil war, Europe’s refugee crisis and Muslim Rohingya fleeing Myanmar. Angela Merkel has reportedly also been nominated for her decision to open Germany’s border to more than 1 million refugees and migrants."
অর্থাৎ, "জাতিসংঘের রিফিউজি এ্যাজেন্সী অতীতে দু'টি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, কিন্তু ১৯৮১ সাল থেকে একটিও না এবং জুরিমণ্ডলী মনে করতে পারে, নজির বিহীন বাস্তুচ্যুতি ও অভিবাসনের সাম্প্রতিক মেয়াদে ফিলিপো গ্র্যাণ্ডির নেতৃত্বাধীনে এদের কাজকে পুরস্কৃত করা শ্রেয়। সাম্প্রতিক বছরে সংস্থাটি সিরিয়ার গৃহযুদ্ধ, ইউরোপে শরণার্থী সঙ্কট এবং মিয়ানমার থেকে পালানো মুসলিম রোহিঙ্গাদের প্রতি সাড়া দিয়েছে। শোনা যায় ১০ লক্ষাধিক শরণার্থী ও অভিবাসীর প্রতি জার্মানীর সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তের কারণে এ্যাঞ্জেলা মার্কেলের নামও মনোনীত হয়েছে।"
আমি লক্ষ করে দেখলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনের নাম এখানে নেই। নাম আছে ফিলিপো গ্র্যাণ্ডির। ব্যাপারটা কী?
০৬/১০/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড
EmoticonEmoticon