বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

ছুটির আবেদনে বানান ভুল ও স্বাক্ষর নিয়ে সন্দেহ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নামে লেখা ও বাংলাদেশ সরকারের আইন মন্ত্রী কর্তৃক প্রদর্শিত ছুটির আবেদনপত্রে ভুল বানানে লেখা শব্দগুলো নিম্নরূপঃ
(১) 'শারীরিক' স্থলে "শারিরীক" লিখা হয়েছে ৩ বার।
(২) 'ভুগছি' স্থলে "ভূগছি" লিখা হয়েছে ১ বার।
(৩) 'আমি' স্থলে "অমি" লিখা হয়েছে, যা হতে পারে টাইপো।
(৪) 'আক্রান্ত' স্থলে 'অক্রান্ত' লিখা হয়েছে, যা হতে পারে টাইপো।
(৫) 'ইতিপূর্বে' স্থলে "ইতোপূর্বে" লিখা হয়েছে।
(৬) 'এমতবস্থায়' স্থলে "এমতবস্থায়" লিখা হয়েছে।
সর্বোপরি, 'সুরেন্দ্র কুমার সিন্‌হা' নামে যে 'স্বাক্ষর' করা হয়েছে, তার সাথে প্রধান বিচারপতির আগের স্বাক্ষরের কোনো মিল নেই। তাঁর নামটি যেভাবে লেখা হয়েছে, তাতে মনে হচ্ছে, স্বাক্ষরটি তাঁর নয় - হতে পারে কোনো নারীর।
০৩/১০/২০১৭
লণ্ডন, ইংল্যাণ্ড


EmoticonEmoticon