ইতালির দক্ষিণ থেকে উত্তরের অর্থনৈতিক অবস্থা উন্নত। একসময় সর্ব দক্ষিণের সিসিলি দ্বীপ সার্দেনিয়া কালাব্রিয়া থেকে শোষণ করে লম্বারদিয়া ভেনেতুর শিল্পায়ন হয়েছে। এখন এগুলো ইতালির উন্নত এলাকা। অন্যদিকে সিসিলি সহ দক্ষিণকে বঞ্চিত রাখা হয়েছে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়ন থেকে। ইতালির উত্তর এলাকায় চরম ডানপন্তী দল লেগা নর্দ শক্তিশালী। এরা খুবই অভিবাসন বিরোধী এবং বিদেশীদের সুযোগ সুবিধা দেওয়ার বিরোধী। কিন্তু বিদেশীরা ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন বিদেশী ছাড়া ইতালি এক অর্থে অচল। কিন্তু এই লেগা নর্দ সব সময় অভিবাসী বিদ্বেষী রাজনৈতিক অবস্থান নিয়ে থাকে। এরা লম্বারদিয়া এবং ভেনেতু প্রদেশে শক্তিশালী। যার প্রকাশ ঘটেছে সাম্প্রতিক গণভোটে যার ভিত্তিতে এরা সায়ত্বশাসন দাবি করছে। কারণ ইতালির অন্য অংশকে ভাগ না দেওয়া।
জার্মানি ফ্রান্স ডেনমার্ক ব্রিটেনে জাতীয়তাবাদী ডানপন্তার উত্থান ঘটছে। এরা মূলত অভিবাসন বিরোধী, নিজেদের আলাদা করে স্বাধীনতা দাবি করছে, ব্রিটেন ই ইউ থেকে বেরিয়ে গেছে, কাতালানরা স্বাধীনতা দাবি করছে সবই একসূত্রে গাথা। সামনে আরও দেখার পালা। একটি নতুন রাষ্ট্রের উৎপত্তির অর্থ হল নতুন আমলাতন্ত্র, নতুন পররাষ্ট্রনীতি, পুলিশ মিলিটারি এইসব পরজীবী শ্রেণী সাধারণ জনগণের ঘাড়ে বসে ছড়ি ঘুরাবে। নতুন কী?
EmoticonEmoticon