বুধবার, ২৩ মে, ২০১৮

সঙ্গম

ঊষার যোনী যেন ঐ নগ্ন সূর্যে রাখা
রক্তিম আলোক যে দেয় সম্মোহনের মাদক,
ড্রাকুলা মন যদি থাকে নেশার রক্তে মাখা
দেহের লৌহ খোলাখুলি ভাঙে আঁধারের চুম্বক।

দোটানা হৃদয় আঁধারে আলোতে দোলাও,
আমার প্রেমের বিরুদ্ধে
তোমার কাম দিয়েছে যুদ্ধের হুঁশিয়ারি ,
কিউপিড শরে বিধ্ধ হৃদয় ,বদ্ধ বুকটা খোলাও ,
হঠাত আক্রমন!
তোমার কোষেই বন্দী আমার ক্ষুরধার তরবারি ।

উফ!সেদিনের চুমোয় এখনো ঠোঁট যে জ্বলে,
মাখন হাতের তীব্র সুখের সে কী আদর আগ্রাসন
স্পর্শের শিখা দীপ্ত রেখেছো, মোম নিভে গেছে গলে,
স্পন্জ শরীরে  চুষে খেয়েছো আমার জলের জীবন।

তোমার অঙ্কুরকে আমার পাখি মেলছে কাব্যডানা
আমার গভীরে হাত রাখতেই খুলছো কি দস্তানা?
কোলাহল যদি বারনই হয় নিরবেই ঢুকে যাও
তোমার কফিনে আমার লাশ নিশ্চুপে রেখে দাও।

জোম্বি লাশের চোখ খুলে যাক উষ্ণ কফিনে
দুই পাহাড়ের খাদেই মরন যদিও সে জানে,
জন্মান্তরে আমার লাশ হলো অগ্নির ভিসুভিয়াস
ঊষার গভীরে মুক্তি পেলো সব লাভার রুদ্ধশ্বাস।।


EmoticonEmoticon