শুক্রবার, ২৫ মে, ২০১৮

নির্দ্বিধায় বলে দেব, " রাজা, তুই নেংটো !

প্রিয় প্রধানমন্ত্রী, ডোন্ট মাইন্ড
লোকে আপনাকে দায়ী করছে, করতে শুরু করেছে।
চায়ের দোকানদার মতি মিয়াও জানে , ইসলাম আপনার নেতৃত্ব বরদাস্ত করে না। আপনি জানেন না?
" জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাকে মেরেছি ", হামলাকারী ফয়জুল যখন একথা বলে তখন আপনি কি দায়িত্ব এড়াতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী?
আপনি বলেছেন,
" দেশ চলবে মদিনা সনদে! "
" লেখা‌লে‌খির জন্য কেউ মারা গে‌লে সরকার এ দায় নে‌বে না !"
" মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত বিকৃত রুচি! "

ঐ ফয়জুলের বক্তব্যের সঙ্গে আপনার বক্তব্যের পার্থক্য কতটুকু, প্রিয় শেখ হাসিনা?
প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা ফতোয়া চাই না। কাজ চাই, অবস্থান চাই।
ইতরের মদিনা ছেড়ে ফিরে আসুন স্বপ্নের ঢাকায়।
ফিরে আসুন জয়বাংলায়।
ধর্ষিতা বাংলা মা এখনও আপনার মুখের দিকে তাকিয়ে।
আপনি জানেন,
জয়বাংলা এমন একটি ম্যাজিক সূত্র
যেখানে বাংলাদেশের প্রায় সব সমস্যার সমাধান আছে।  আপনি ভুলে গেছেন?
সিংহাসনের জন্য আর কত দূরে, কত নিচুতে নেমে যাবেন, প্রধানমন্ত্রী ?

ভোট দিয়েছি কিন্তু হুস দিইনি এখনও।
আমরা সরল মানুষ।
নির্দ্বিধায় বলে দেব, " রাজা, তুই নেংটো! "


EmoticonEmoticon