মঙ্গলবার, ৮ মে, ২০১৮

চারটি ধর্ম ও নারী

হিন্দু ধর্ম-

১. নারীদের সাথে কোনো স্থায়ী বন্ধুত্ব হতে পারে না। নারীদের হৃদয়হচ্ছে হায়েনাদের হৃদয়। (ঋগবেদ ১০:৯৫:১৫)২. একজন স্বামী যতই খারাপ হোক না কেন, তথাপি একজন কর্তব্যনিষ্ঠ স্ত্রী সেই স্বামীকে দেবতা হিসেবে ক্রমাগত পূজা করবে। (মনুসংহিতা ৫:১৫৪)৩. একজন নারীর স্বামী মারা যাওয়ার পর সেই নারী কখনোই অন্য কোনো পুরুষের নাম মুখে নিতে পারবে না।(মনুসংহিতা ৫:১৫৭)৪. স্বামীর প্রতি দায়িত্ব লঙ্ঘনের দ্বারা একজন স্ত্রী এই পৃথিবীতে অসম্মানিত হবে, মৃত্যুর পরতার এই পাপের শাস্তিস্বরূপ একটি শৃগালের গর্ভে বিভিন্ন রোগ দ্বারা নির্যাতিত হতে থাকবে। (মনুসংহিতা ৫:১৬৪)।৫. নারীদের মৃত্যুর পর তাদের মৃতদেহ সৎকারের সময় পবিত্র ধর্মগ্রন্থ থেকে কিছু পাঠ করা যাবে না। (মনুসংহিতা ২:৬৬)৬. স্ত্রীরা পুরুষের সৌন্দর্য বিচারকরে না, যুবাকি বৃদ্ধ তাও দেখে না । সুরুপ হোক বা কুরুপ হোক পুরুষ পেলই তার সাখে সম্ভোগের জন্য লালায়িত হয়।(মনুসংহিতা ৯:১৪)৭. নদী যেমন সমুদ্রের সাথে মিশে লবনাক্ত সমুদ্রের গুণপ্রাপ্ত হয়, তেমনই নারীবিয়ের পর স্বামীর গুণযুক্ত হন ।(মনুসংহিতা ৯:২২)৮. কেবলমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্যই নারী এবং সন্তান উৎপাদন করতে পুরুষ সৃষ্টি হয়েছে। (মনুসংহিতা ৯:৯৬)৯. সে ব্যক্তিই ভাগ্যবান, যার পশুসংখ্যা স্ত্রীর সংখ্যারচেয়ে বেশি। (২/৩/২/৮)১০. নারীরা ধর্মাজ্ঞ নয়, এরা মন্ত্রহীন এবং মিথ্যার ন্যায় অশুভ। (মনুসংহিতা, ৯/১৮)১১. বজ্র বা লাঠি দিয়ে নারীকে দুর্বল করা উচিৎ, যাতে নিজের দেহ বা সম্পত্তির উপর কোনো অধিকার না থাকতেপারে। (৪/৪/২/১৩)

.বৌদ্ধধর্ম-

১.‘সদা রক্ত মাংস প্রিয়, কঠোর হৃদয়পঞ্চায়ুধ, ক্রুরমতি সিংহ দুরাশয়।অতিলোভী নিত্য হিংসা পরায়ণ,অন্যে বধ করে নিজ উদর পূরণ।স্ত্রীজাতিতেমনি সর্বপাপের আবাস,চরিত্রে তাদের কভু করো না বিশ্বাস।’-(জাতক: ৫৩৬)২. জাতিস্বরে কুণাল বলেন-'জ ‘নারীকে কেবলমাত্র কুলটা বলিলেই সব বলা হয় না। নারী এরচেয়ে মারাত্নক কিছু।নারীরা হলো-- উন্মুক্ত মলভান্ডারের ন্যায় দুর্গন্ধযুক্ত।-বিষমিশ্রিত মদিরার ন্যায় অনিষ্টকারী।- কুটিলা সাপের মত দুই জিব বিশিষ্টি।- পাতালের ন্যায় অতল গভীর।- রাক্ষসীর ন্যায় সন্তোষহীন।- অগ্নির ন্যায় সর্বগ্রাসিনী।- নদীর ন্যায় যথেচ্ছাবহিনী।- বায়ূর ন্যায় যথেচ্ছাগামিনী।-বিষবৃক্ষের ন্যায় বিষফল প্রসবিনী।.

ইহুদীও খ্রীষ্টধর্ম-

১. পুরুষকে নারীর জন্য সৃষ্টি করা হয়নি, কিন্তু নারীকে পুরুষের জন্য সৃষ্টি করা হয়েছে। (1-Corinthians 11:8-9)২. নারীকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে।(Genesis 2:22)৩. স্ত্রীরা তাদের স্বামীদের প্রতি আত্মসমর্পণ করবে, যেমন ঈশ্বরের প্রতি তারা আত্মসমর্পণ করে। (Ephesians 5:22)৪. গর্ভধারণ এবং সন্তান প্রসব ঈশ্বরের পক্ষ থেকে এক ধরণের শাস্তি।(Genesis3:16)৫. পুরুষ নারীর উপর কর্তৃত্ব করবে। (Genesis 3:16)৬. নারীর কর্তা হচ্ছেপুরুষ, আর পুরুষের কর্তা হলেন স্বয়ং যীশু। (1-Corinthians 11:3)৭. পুরুষ হচ্ছে ঈম্বরের অবয়ব ও গৌরব, আর নারী হচ্ছে পুরুষের গৌরব। (1-Corinthians 11:7)৮. পরিবারে পুত্র সন্তান থাকলে কন্যা সন্তান পিতার সম্পত্তির কোনো অংশ পাবে না। (Numbers 27:8)৯. কুমারীদেরকে নিজেদের জন্য রেখে (যুদ্ধাবস্থায়),শিশু-সহ সবাইকে হত্যা করতে হবে। (Numbers 31:17-18)১০. বিয়ের সময় যদি কোনো নারীর মধ্যে কুমারিত্বের চিহ্ন না পাওয়া যায় তাহলে সেই নারীকে তার পিতার বাড়ির সামনে সকলে মিলে পাথর মেরে হত্যা করতে হবে। (Deuteronomy 22:20-21).

ইসলাম ধর্ম-

১. পুরুষদের জন্য নারীরা হলো (সন্তান উৎপাদনের নিমিত্তে) শস্যক্ষেত্রের ন্যায়। তোমরা সেই শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেভাবে গমন করো। (সূরা: আল বাকারা, ২-২২৩)২. পিতার সম্পত্তির অংশে একজন পুরুষ দুজন নারীর সমান। (৪-১১)৩. সাক্ষী হিসেবে দুই জন নারী একজন পুরুষের সমান। (সূরা: বাকারা-২৮২, সূরা: আন নিসা-১৫)৪. পুরুষ নারীর কর্তা। স্ত্রী যদি অবাধ্য হয় তবে তাকে উপদেশ দাও। বাধ্য না হলে তার সঙ্গ ত্যাগ কর। আর তাতেও যদি বশে না আসে তবে তাকে প্রহার করো। (সূরা: আন নিসা, আয়াত: ৩৪)৫. আমার অনুপস্থিতিতে আমি পুরুষের জন্য নারীর চেয়ে অধিক ক্ষতিকর ফিতনাও বিপর্যয় রেখে যাইনি। (সহি বুখারি: ভলিউম- ৭, বুক নং- ৬২, হাদিস নং- ১১৩-১১৪)৬. নারীদের প্রতি সতর্কতামূলক আচরন করো। কারন তাদেরকে তৈরি করা হয়েছে পুরুষের পাজরের বাঁকা হাড় থেকে। যদিতুমি তাকে সোজা করতে চাও তবে তা ভেঙে যাবে। আর যদি কিছুই না করো, তবে সে পূর্বের মত বাঁকাই থেকে যাবে। (সহি বুখারি: ভলিউম- ৪, বুক নং- ৫৬, হাদিস নং- ৫৪৮; সহি মুসলিম- ৮:৩৪৬৬)৭. যেসব বিষয়ের মধ্যে খারাপ ও শয়তানি লুকিয়েথাকে তা হলো: নারী ও ঘোড়া। (সহি বুখারি: ভলিউম- ৪, বুক নং- ৫২, হাদিস নং- ১১০-১১১)৮. সে জাতি কখনোই উন্নতি লাভ করতে পারে না, যে জাতি কোনো নারীকে নেত্রী হিসেবে গ্রহণ করে। (সহি বুখারি: ভলিউম-৪, বুক নং- ৮৮, হাদিস নং- ২১৯) [হাদিসটি হাফেজ মো: আবদুল জলিল সম্পাদিত গ্রন্থের ৯০ পৃষ্ঠার ২২২ নম্বরে পাওয়া যাবে। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব সম্পাদিত সহি বুখারি’র চতুর্থ খন্ডের ২২৬ পৃষ্ঠাতেও আছে]৯. জাহান্নামে নারীরাই সংখ্যায় অধিকহইবে। (সহিহ বুখারি: হাদিস নং- ২১১)


EmoticonEmoticon