'রব অল কাবা ' বা কাবার দেবতা ছিলেন আল্লাহ। আর আল্ উজ্জা, আল্ নাত ও মানাত হল আল্লাহর তিন কন্যা। (১)
মক্কার কেনানা গোত্রের লোকেরা আল্ উজ্জার উপাসনা করত। যার নামের অর্থ সর্বশক্তিমান। অনেক গবেষক উজ্জাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেন। উজ্জার বেদীতে নরবলি দেওয়া হত।(২)
আল্ কালবীর মতানুযায়ী আল্ উজ্জা কোরাইশদেরও অত্যন্ত সম্মানিত দেবী ছিল। হযরত মুহাম্মদও তার বেদীতে উৎসর্গ করেন, পুজা করেন। (৩)
শুরুতে মুহাম্মদ উজ্জা, লাত, মানাতকে স্বীকার করে নেন এবং তাদের উপাসকদের সঙ্গে সমজোতা করেন।
মানাতকে লক্ষ্মী দেবীর সঙ্গে তুলনা করা যায়। আজও মুসলমান মানাত করে মানাত দেবীকে জীবিত রেখেছেন নিজেদের অজান্তেই।
ইসলামের আবির্ভাব কালেও মানুষের নাম আব্দুল উজ্জা রাখা সম্মানজনক ছিল। আজও বহু মুসলিমের নামের ভেতরে উজ্জা দেবী মিশে আছেন।(৪) রফিকুজ্জামান, শামসুজ্জামানরা তা টের পান না!
তথ্য :
১ও ২. রুবাইয়াৎ ই ওমর খৈয়াম, শফিকুর রহমান, পৃ.১২৭ - ১২৮।
৩. আল অসনম ( ৮২০খ্রী.)পৃ. ১৮ - ১৯।
৪. History of Arabs, Philip K. Hitting, 6th edition, London, 1958, p.96.
EmoticonEmoticon