মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

ইজম

ক্যাপিটালিজম:

আপনার বউ সব জামা কাপড় কাচে। তাই আপনি তাকে প্রতি বছর একটা শাড়ি কিনে দেন। একদিন আপনার বউ কাপড় কাচতে না চাইলে আপনি পুলিশ ডেকে বললেন আপনার বউ সংসারের ভালো চায় না৷

কম্যুনিজম:

আপনার বউ কাপড় কাচে৷ আপনিও কাপড় কাচেন। প্রতিদিন সকালে আপনারা বাড়িওয়ালার ছবিকে স্যাল্যুট করেন।

সোশ্যালিজম:

আপনি কাপড় কাচেন। আপনার বউ রান্না করে। খাতায়-কলমে আপনার পরিবার বেশ সুখি।

ফ্যাসিজম:

আপনি আর আপনার বউ বাড়িওয়ালার ভয়ে তাদের রান্না, কাপড়কাচা সব করে দেন, না হলে বের করে দেবে। সাথে ভাড়াতেও আবার আঠারো পার্সেন্ট ভাতা বেড়েছে।

লিবারালিজম:

বউকে কাপড় কাচতে দেখে আপনি খুবই কষ্ট পান। তার কাপড় কাচার ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লেখেন -"যেখানে যে কেচে যায়, সে কাচা আমাদের কাচা"

লিবারেটেরিয়ানিজম :

আপনার বউ সব কাপড় কাচে৷ আপনি ভাবেন আপনি কেচেছেন।

পেট্রিয়ার্কি:

আপনার কোনো বউ নেই। জামাটা জাদুবলে কাচা হয়ে যায়।

মিসোজিনি:

আপনার বউ আপনার জামা কাচে। তাই আপনি তাকে বেশ্যামাগি বলেন।

হোয়াইট ফেমেনিজম :

আপনি আপনার বউয়ের হয়ে কথা বলতে গেলে সে আপনাকেই দুদ্দুর তাড়িয়ে দিয়ে ঘরের দেওয়ালে রেচেলের কোটেশন লেখে - "নো ইউটেরাস। নো ওপনিয়ন"

কলোনিয়ালিজম:

আপনি মেয়ে দেখবার নাম করে শ্বশুরের বাড়িটা নিজের আবিষ্কার বলে দাবী করলেন। এবার সে আপনাকে পণ, জামাইষষ্ঠীর খাতির, কাতলার পেটি, ইলিশের গাদা, নিজের মেয়ে, সব দেবে। সেই মেয়ে আপনার কাপড় কাচবে।

নিও-ক্যাপিটালিজম:

আপনার বউ আপনার গোটা পরিবারের কাপড় কাচে। আপনি তার বদলে তাকে বছরে দুটো শাড়ি দেন। আর পরিবারের কাছ থেকে প্রতিমাসে চারটে শাড়ির দাম নেন।

ইন্ডিয়ানিজম :

আপনার বউ আপনার কাপড় কাচে। কারণ ব্যাদে তাই ল্যাখা আছে। ব্যাস!

এবেলিজম :

আপনার বউ ডিস্লেক্সিক৷ তাই আপনি তাকে হিসেব করতে দেখলেই হাসিঠাট্টা করেন।

মিস-জেন্ডারিজম :

আপনি আপনার বউকে 'ভাই, রাতে নিয়ে ফিরছি' লিখে মেসেজ করেন। সে আপনাকে উত্তরে লেখে, 'আমায় ভাই বলবে না'।  তখন আপনি তাকে লেখেন -'তো কি বোন বলব নাকি ভাই?'

ম্যান্সপ্লেনিং:

আপনি জীবনে কখনও কাপড় কাচেননি। কিন্তু বউকে গল্পের মাধ্যমে শিখিয়ে দেন কী ভাবে কাপড় কাচা উচিৎ।

সেক্সিজম :

তো? বউ কাপড় কাচবে না তো কি আপনি কাচবেন?!
কে রে ভাই!

ভিক্টিম ব্লেমিং :

আপনার বউ কাপড় কেচে, রান্না করে, ঘর মুছে অসুস্থ হয়ে পড়লে সেটা আপনার বউয়েরই দোষ। নিজের শরীরের খেয়াল তো নিজেরই রাখা উচিত, কী বলেন?

মৌলবাদ :

আপনি শ্বশুরবাড়ির থালায় ভাত খান না। বউকে ওদের সাথে মিশতে দেন না। ওরা খারাপ। ওদের এদেশে ঢুকতে দেওয়া উচিৎ নয়৷ আপনার বাড়ির সব ভালো। আপনি ভালো। আপনার গুরুদেবের কাছে পেনিসিলিন নস্যি। তাই বউকে ঘোমটায় মুড়ে থাকতে বলেন।

নার্সিসিজম :

বউয়ের কেচে দেওয়া কাপড় পরে বিয়েবাড়িতে গিয়ে আপনি বরের চেয়ারে বসে সেলফি তোলেন আর ফেসবুকে আপলোড করেন।


EmoticonEmoticon