১৯৭১ সালের ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় হয়েছিলো ভারত-বাংলাদেশ সশস্ত্রবাহিনী সমূহের যৌথ কমাণ্ডের কাছে পাক-হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে এই সোহরাওয়ার্দী উদ্যানে। আর, এর মধ্য দিয়ে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিলো বাঙালী জাতির গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জাতি-রাষ্ট্র।
সেদিন পাক-বাহিনীর আত্মসমর্পণের জন্যে সোহরাওয়ার্দী উদ্যানকে (তৎকালে রেইসকৌর্স) বেছে নেওয়া হয় এই জন্যে যে, এখান থেকেই ৯ মাস আগে ৭ই মার্চে শেখ মুজিবুর রহমান একভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
আজ প্রায় ৪৭ বছর পর সেখানে ইসলামী ধর্মবাদের কাছে বাঙালীর ধর্মনিরপেক্ষ 'মুক্তিযুদ্ধের চেতনা'র আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে।
কারা আজকের এই অনুষ্ঠানের জন্যে এই সোহরাওয়ার্দী উদ্যান বেছে নিলো জানি না, তবে একটি তাৎপর্য থাকলে থাকতেও পারে, যা ১৯৭১ সালের আত্মসমর্পণের সাথে রিমৌটে সম্পর্কিত।
হায় বাঙালী, হায় ইতিহাস!
EmoticonEmoticon