বাংলা ট্রিবিউনে এইমাত্র সংবাদ পড়লাম, আহমদ শফীকে স্বাধীনতার পদক দেওয়ার দাবী উঠেছে আজ শেখ হাসিনার শুকরিয়া মাহফিলেঃ
"হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়েছে। রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে এ দাবি জানান মাওলানা ফরীদ ঊদ্দীন মাসঊদ।"
শেখ হাসিনা যেদিন এই আহমদ শফীকে স্বাধীনতার পদক দেবেন, আমি অনুরোধ করবো, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা স্বাধীনতার পদক পয়েছেনল, তারা যেনো তাদের পদক পরিত্যাগ করেন।
আর, আমি বহির্বিশ্বেরে বাঙালীদের সম্পৃক্ত করে একটি তহবিল গঠন করবো স্বাধীনতা-বিরোধীদের জন্যে একটি ধিক্কার পদক প্রবর্তনের উদ্দেশে।
শেখ হাসিনা যদি আহমদ শফীকে স্বাধীনতা পদক দেন, স্বাধীনতা-বিরোধী ঐ ধিক্কার পদকটির প্রথম বিজয়িনী হবেন শেখ হাসিনা।
http://m.banglatribune.com/national/news/382651/%E0%A6%86%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%A6-%E0%A6%B6%E0%A6%AB%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%A6%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8?fbclid=IwAR1oE58Ayt3-1GKL4GH5tB17au_oRYRBK3PL1OiyTpAMeE8-_5Rq1JpQH4o
EmoticonEmoticon