রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

হেফাজতের ভ্রান্ত শ্রেণী সংগ্রাম তত্ত্ব আর আমাদের সুবিধাবাদী বুদ্ধিজীবী

ফরহাদ মজহার পন্ডিত মানুষ সন্দেহ নাই। কিন্তু মার্ক্সবাদী শ্রেণী সংগ্রামের ব্যাখ্যা ফরহাদ মজহারের ভ্রান্তি ছাড়া কিছুই নয়। তাঁর পথ ধরেছিল তাঁর শিষ্য পিনাকী ভট্রাচার্য্য। এরা বাংলাদেশে ভ্রান্ত শ্রেণী সংগ্রামের ব্যাখ্যা হাজির করেছে। হেফাজতে ইসলামের নানা ধর্মীয় প্রতিক্রিয়াশীল আন্দোলনগুলোকে এরা শ্রেণী সংগ্রাম হিসেবে চালিয়ে দিয়েছে। বাংলাদেশে এদের অনুসারীর সংখ্যা কম নয়। কিন্তু হেফাজতের মত পশ্চাদপদ একটি ধর্মীয় মৌলবাদী সংগঠনকে কিভাবে শ্রেণী সংগ্রামী হিসেবে চালিয়ে দেয়?

শ্রেণী সংগ্রাম নিয়ে আলাপ করতে হলে প্রথমেই আমাদের শ্রেণী সংগ্রাম নিয়ে পরিস্কার ধারণা দরকার। মার্ক্সবাদের ব্যাখ্যা থেকে আমরা জানি সমাজ যখন অর্থনৈতিকভাবে নানা শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে তখন থেকে শ্রেণী সংগ্রামের যাত্রা। ঐতিহাসিকভাবে মার্ক্সবাদ যে শ্রেণী বিভক্তির ধারণা দেয় তা মোটামুটি দাস সমাজে দাস মালিকদের বিরুদ্ধে দাসদের সংগ্রাম। সামন্তীয় সমাজে জমিদার বা রাজাদের বিরুদ্ধে ভূমিদাসদের সংগ্রাম, শহুরে আধুনিক বুর্জোয়াদের সংগ্রাম। ফলে বুর্জোয়ারা যখন ক্ষমতার অধিকারী হয়ে উঠলো তখন পুরাতন ধরণের শ্রেণী সংগ্রামের বিলুপ্তি হয়ে নতুন ধরণের শ্রেণী সংগ্রাম গড়ে উঠে। ফলে আজকের দিনে শ্রমিক শ্রেণীর লড়াই হল শ্রেণী সংগ্রামের ভিত্তি। যদিও কোথাও কোথাও এখনো বুর্জোয়াদের শ্রেণী সংগ্রাম বা ভূমিদাসদের শ্রেণী সংগ্রামের অস্তিত্ব দেখা যেতে পারে। তবে বর্তমান পুঁজিবাদী যুগে শ্রেণী সংগ্রাম হল শ্রমিক শ্রেণী বনাম ক্ষমতাশালী বুর্জোয়ারা। সেই জায়গা থেকে হেফাজতে ইসলাম যে আদর্শিক জায়গা থেকে আন্দোলন করেছিল তা কী শ্রেণী সংগ্রামের মধ্যে পড়ে? হেফাজতের আহমদ শফি বা তাদের সংগঠন শ্রমিক শ্রেণীর কোন আকাঙ্ক্ষা ধারণ করে? আমাদের কথিত তাত্ত্বিকদের ব্যাখ্যা জানা যায়নি।

আহমদ শফি বা জোনায়েদ বাবু নগরী হল চিন্তার দিক দিয়া সামন্তবাদী আর অর্থনৈতিক বাস্তবতায় পুঁজিবাদী। ফলে এদের দ্বারা কোন গোষ্ঠী স্বার্থ উদ্ধার হতে পারে। কওমী মাদ্রাসার ছেলেদের এরা নিজস্ব গোষ্ঠী স্বার্থে ব্যবহার করেছে। আজকের দিনে লুটেরা আওয়ামীলীগ আর লুটেরা হেফাজতের মধ্যে পার্থক্য নাই। এরা এখন পরস্পরের মিত্র। ফলে হেফাজতীরা হল আজকের দিনে লুটেরা সুবিধাপ্রাপ্ত একটি শ্রেণী যারা সমাজ বিকাশের পশ্চাদপদ চিন্তা লালন করে। এরা কি আধুনিক যুগের শ্রেণী সংগ্রাম লালন করতে পারে? কী ভ্রান্তই না ছিল ফরহাদ মজহার পিনাকীর মত সুবিধাবাদী তাত্ত্বিকদের ব্যাখ্যা। যা আজকে হেফাজতীরা ফ্যাসিবাদী হাসিনাকে অতিতি করে সমাবেশ করে।


EmoticonEmoticon