ইয়েমেন আজ দুর্ভিক্ষ কবলিত একটি দেশ! না ইয়েমেনে দুর্ভিক্ষ কোন প্রাকৃতিক কারণে নয় বা অর্থনৈতিক কারণে নয়। এই দুর্ভিক্ষের কারণ যুদ্ধ। দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের সিপাহ সালার সৌদি আরব ইয়েমেনে যুদ্ধ চালাচ্ছে আরেক মুসলমান দেশ এবং তাদের প্রতিবেশী ইয়েমেনের উপর। ইসলাম ধর্মে শিয়া সুন্নী দ্বন্দ্ব ঐতিহাসিক। যা এখনো বর্তমান। শিয়া অধ্যুষিত ইরানের সাথে সুন্নী সৌদি আরবের দ্বন্দ্ব সব সময় আছে। আর ইয়েমেনে সৌদি হামলা চালাচ্ছে শিয়া মতবলম্ভী হুতি বিদ্রোহীদের দমন করার নামে। কিন্তু সৌদি বিমান হামলায় বহু বেসামরিক মানুষ মারা যাচ্ছে। অন্যদিকে অবরোধের কারণে ইয়েমেনে বাইরে থেকে খাদ্য আসতে পারছে না। ফলে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। দেশটির চিকিৎসা ব্যবস্থা ধ্বসে পড়েছে। দুর্ভিক্ষে মারা যাচ্ছে হাজার হাজার শিশু। শিশুদের জন্য খাদ্য নাই! চিকিৎসা নাই। সারা বিশ্বের মানুষকে আজ নাড়া দিয়েছে যখন দুর্ভিক্ষ কবলিত সাত বছরের শিশু আমাল হোসেইন মারা গিয়েছে!
আরব দেশগুলোর সর্দার সৌদি আরবের অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক সাম্রাজ্যবাদী আমেরিকার সাথে। সৌদি অস্ত্রের সরবরাহ আসে আমেরিকা থেকে। আর সেই অস্ত্র দিয়ে সৌদি ইয়েমেনে শিশু হত্যা চালাচ্ছে। ইসলামের নামে কিন্তু সৌদি সেই যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইয়েমেনের উপর। আগ্রাসনবাদী সৌদির মিসাইলে ঝড়ে যাচ্ছে লাখো প্রাণ। কিন্তু বাংলাদেশে কোন ইসলামপন্থী গ্রুপ দল সংগঠন এই হামলার বিরুদ্ধে দাঁড়াচ্ছে না। কারণ সৌদিকে এরা পবিত্র জ্ঞান করে। ফলে সৌদির কোন কাজকে এরা গর্হিত মনে করে না। কিন্তু ধর্মের নামে সৌদি সব অপকর্ম করে যাচ্ছে।
আমাদের আজ সৌদি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগিতায় সৌদির এই আগ্রাসন বন্ধ না হলে ইয়েমেনে দুর্ভিক্ষের বন্যা বয়ে যাবে। আমাল হোসেইন এর মত লাখো শিশুর নিতর দেহ পড়ে থাকবে মাটিতে। অবিলম্বে আমরা সৌদি আরবের এই যুদ্ধ বন্ধ চাই। ইয়েমেন থেকে সকল ধরণের অর্থনৈতিক অবরোধ বন্ধ করতে হবে। আর একটি শিশুর মৃত্যু প্রত্যাশা নয় ।
EmoticonEmoticon