রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

ডীপ ষ্টেইট বা গহীন-রাষ্ট্র কী?

আমার সর্বশেষ লেখায় ডীপ ষ্টেইট বা গহীন-রাষ্ট্রের ধারণা রেফার করে লিখেছি। এক পাঠক আমাকে প্রশ্ন করেছেনঃ 'ডীপ ষ্টেইট' বা গহীন রাষ্ট্র কী?

পাঠক-বন্ধুটিকে বলেছিলাম, আমার নামের সাথে ঐ শব্দ দু'টি যোগ করে গূগোল করলে পেয়ে যাবেন। যাক, অন্য পাঠকদেরও একই প্রশ্ন থাকতে পারে ভেবে, তাদের শ্রম লাঘবার্থে আমার পুরোনো লেখা থেকে উদ্ধৃত করছিঃ

"আমার মতে, রাষ্ট্র তথা রাজনীতিতে তিনটি স্তর আছে। এদেরকে বলা যেতে পারে আউটার লেয়ার বা বহিঃস্তর, মিড লেয়ার বা মধ্যস্তর ও ডীপ লেয়ার বা গহীনস্তর, যাকে ডীপ-ষ্টেইটও বলা হয়।

বাইরে থেকে জনগণ যা রাজনীতি বলে দেখেন ও করেন, যেমন বিতর্ক শোনা, সমর্থন করা, বিরোধিতা করা, ভৌট দেওয়া, বিক্ষোভ করা, ইত্যাদি হচ্ছে রাজনীতির বা পাবলিক ফেইস বা বহিঃস্তর।

রাজনীতির মধ্যস্তর রাজনৈতিক নেতৃত্ব ও তাদের কর্মীবাহিনী নিয়ে গঠিত। এখানে আছে উপরের স্তর ও নিম্নস্তর। উচ্চস্তরে থাকে কেন্দ্রীয় কমিটী ও নিম্নস্তরে সাধারণ র‍্যাঙ্ক। এখানে তারা রাজনীতির আদর্শ, নীতি, কৌশল, কর্মসূচি ইত্যাদি নিয়ে আলোচনা করে ও সিদ্ধান্ত গ্রহণ করে।

কিন্তু রাজনীতির আছে প্রায় অদৃশ্য ও অনানুষ্ঠানিক একটি গহীনস্তর। এই স্তর গঠিত রাষ্ট্রের এলিটদের নিয়ে। এতে থাকে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক ক্ষেত্রসমূহের বিশিষ্ট ব্যক্তি, যার রাজনীতির দৈনন্দিন কাজে মাথা ঘামায় না, কিন্ত মোটাদাগে রাজনীতির সীমানা ও লক্ষ্য নির্ধারণ করে দেয়। এটিকে অনেক সময় গহীন-রাষ্ট্র বা ডীপ ষ্টেইট বলা হয়।

রাজনীতির তিন স্তর কখনও অভিন্ন চিন্তার এবং কখনও বিভিন্ন চিন্তার হতে পারে। চিন্তার বিভিন্নতার একটা সহনীয় মাত্রা আছে। সেই মাত্রা অতিক্রম করলে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে।

গহীনস্তর যখন অসহনীয় ওঠে, তখন একনায়কতন্ত্র বা ফ্যাসিজম দেখা দেয়। মধ্যস্তর অসহনীয় উঠলে সংস্কার হয়। আর, বহিঃস্তর অসহনীয় উঠলে অভ্যূত্থান ও বিপ্লব সঙ্ঘটিত হয়।"

উৎসঃ http://portal.ukbengali.com/columns/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%9F%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B7%E0%A6%A3


EmoticonEmoticon