দুনিয়া জুড়ে ডানপন্থী উগ্র জাতীয়তাবাদীদের উত্থান মুক্তবাজার অর্থনীতি এবং যুদ্ধাবস্থার ফল। অর্থনীতির উদারনীতির ফলে পুঁজিবাদ নতুন সংকটের জন্ম দেয়। বড় অর্থনীতির দেশগুলো বিশেষ করে যারা নিজেদের পুঁজির উপর নির্ভরশীল নয় এমন দেশ আরো ভয়ংকর হিসেবে দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার দানবী অর্থনীতিকে সচল রাখতে একের পর এক দেশে যুদ্ধের মধ্যদিয়ে গণহত্যা চালিয়ে যাচ্ছে। যার ফলে দুনিয়া জুড়ে শরণার্থীদের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
ইরাক সিরিয়া লিবিয়া এসব দেশে যুদ্ধের কারণে ইউরোপে শরণার্থীর স্রোত বেড়েছে। তার সাথে সাথে আফ্রিকা এশিয়ার গরীব দেশগুলোর মানুষ তুলনামূলক ভাল থাকার তাগিদে ইউরোপের বিভিন্ন দেশে জনসংখ্যার স্রোত বৃদ্ধি পেয়েছে। যার ফলে কোন কোন দেশে এসব শরণার্থী এবং অবৈধ অভিবাসীদের চাপ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আইএসের উত্থান এবং তাদের নৃশংস আচরণের কারণে মুসলমান পরিচয় দানকারীদের ভিন্নভাবে দেখা হচ্ছে বা মসলমানদের সন্ত্রাসী হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে। যদিও এসব উগ্রপন্থী সন্ত্রাসীদের সংখ্যা খুবই ক্ষুদ্র একটি অংশ যাদের উত্থান হয়েছিল আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায়। যাদের শক্তি সামর্থ্য এখন আর তেমন লক্ষ করা যায় না। যদিও এসব প্রচারকে কাজে লাগিয়ে ইউরোপে ডানপন্থীদের উত্থান ঘটছে।
ইউরোপে ইতালি একটি অভিবাসী অধ্যুষিত দেশ। যেখানে মোট জনসংখ্যার ১০% হল বিদেশী অভিবাসী। একজন অভিবাসী যেমন সফলভাবে কাজ করে ইতালির অর্থনীতিকে সচল রাখছে। তেমনি ইতালির জনসংখ্যার ভারসাম্য বজায় রাখছে। উল্লেখ্য ইতালির জন্মহার মৃত্যু হারের চেয়ে কম থাকায় বিদেশী অভিবাসীদের দিয়ে তাঁরা তা পূরণ করে থাকে। অন্যদিকে প্রায় ষাটলক্ষ অভিবাসীদের মধ্যে কর্মকম শ্রমিক হবে ৩০-৪০ লক্ষ। যারা নানাভাবেই ইতালির অর্থনীতিতে ভূমিকা রাখছে। অভিবাসী শ্রমিকের কাজের উপর যে পরিমাণ ট্যাক্স সরকারী প্রভিডেন্ট ফান্ডে জমা হয়। যা দিয়ে ইতালির পেনশনপ্রাপ্তদের বড় অংশ সচল আছে। অন্যদিকে নানাভাবেই রাষ্ট্রীয় কোষাগারে বিদেশী শ্রমিকরা ট্যাক্স প্রদান করলেও, এবং দক্ষভাবে ইতালির বিভিন্ন সেক্টরে কাজ করার পরও উগ্র জাতীয়বাদীরা ক্ষমতায় আহোরণের ফলে বিদেশীদের বিরোদ্ধে নানা অপপ্রচার, বিদ্বেষ ছড়াচ্ছে। নতুন আইন করে বিদেশীদের নানাভাবে হেয় পতিপন্ন করছে। আগে যেখানে সামাজিকভাবে বিদেশীদের আলাদা না ভাবলেও এখন এমন একটা দেওয়াল সৃষ্টি করা হচ্ছে যেখানে একজন অভিবাসীকে একজন ইতালিয়ান থেকে আলাদা দেখানো হচ্ছে। ইতালিয়ানকে বিদেশী থেকে উপরতলার এরকম একটি সুপরিয়রিটি কমপ্লেক্স সৃষ্টি করা হচ্ছে। বিদেশীদের জন্য নানা কাল আইন কানুন করা হচ্ছে। আইনের মধ্য দিয়ে এটা বুঝানো হচ্ছে যেন বিদেশী শুধু ক্রিমিনাল বা ক্রাইম করে আর এখানে লোকালরা কোন ক্রাইম করে না? কিন্তু দেখা যায় ক্রিমিনালদের জাত ধর্ম দেশ থাকে না। ক্রিমিনাল শুধুই একজন ক্রিমিনাল। তার অপরাধের শাস্তি অবশ্যই পেতে হবে। কিন্তু বিশেষ ধর্মের লোকজনকে, বিশেষ দেশের মানুষকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করা কখনই উচিত নয়। ব্যক্তি নিজের দায় নিতে পারে।
অন্যদিকে বিদেশীদের ভাল দিকগুলো প্রচার না করে বিদেশী মানে অবৈধ্য ইমিগ্রেন্ট, রিফুজি, ক্রিমিনাল এগুলো প্রচার করা হল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এগুলো সাময়িকভাবে ক্ষমতায় আহোরণের সুযোগ দিলেও বাস্তবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে যেমনি হয়েছিল হিটলার মুসোলিনি গংরা। বিদেশীদের উচিত হবে ঐক্যবদ্ধ থাকা, মিথ্যা বানোয়াট তথ্যের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম গড়ে তোলা, কাল আইনের বিরুদ্ধে লড়াই গড়ে তোলা।
EmoticonEmoticon