বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

"নারী"

নারীর গর্ভে নর থাকে, হে' আ-কার ঈ-কার তুলো,
সেই তুমি নর' কেমন করে থাবায় পোষাক খুলো !?

নারীর মত ধৈর্য নিতে, ঐ আ-কার ঈ-কার চাই-
নারী চটলে ধ্বংস হতো এই বিশ্ব সংসার'টাই ৷

নারী চাইলো ভালোবাসা, তুমি গেলে ধ্বসে,
গিয়ে দেখো তোমার বোন ও কান্না করে বসে ৷

দেখে তোমার গায়ে জ্বালা অন্যদের ও ঠিক তাই৷
সমগোত্রে জীবন একই, তাঁর বিচার কী মশাই ?

শেয়াল তুমি সুকৌশলে হয়ে গেলে পতি,
তারপর হতে শুরু হলো নারীর অবনতি ৷

দিনের পর দিন কুঁজা করে অবশ করলে তাঁরে,
তোমার মত শেয়াল বলো কে আর হতে পারে! 

সেই হতেইতো জননীরা শহীদ নামে খ্যাত!
নইলে কি নর তোমার' পিতায় খাওয়ার মাংস পেত ?

আজকে ক'জন মুখ খুলেছে তাতেই ভয়ে কাঁপো!
যদি আরো খুলত আগে কেমন হতো ভাবো ৷

তুমি একটু সুযোগ পেলেই হিংস্র করো পেশি,
মনে রেখো নারীর কিন্তু আ-কার ঈ-কার বেশি ৷


EmoticonEmoticon