বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

জোছনার স্বপ্নভঙ্গ

আমার দু চোখ প্রজাপতি হলো,
উড়ে গেলো কোটর ছিটকে
রনডেনড্রন ফুলের ঘ্রান নিয়ে ফোঁটা
ঐ মিঠা জোছনার দিকে,
মিলের চিমনিতে ক্রুশবিদ্ধ
যিশুর মুখের মতন ঐ চাঁদ
জোছনার প্রতিরোধে করে
নিয়ন আলোর বিরুদ্ধে প্রতিবাদ।

ফুটওভার ব্রিজে,নির্জন রেলিংয়ে ,
বিলবোর্ডের শান্ত কোনে
আমার ব্যথার সন্ধানে রক্তাভ এই চাঁদ
নেমে আসে মনে।

আমার মনতো টোকাইয়ের হাত খসা উড়ন্ত পলিথিন,
আমার দেহ ধোলাইখালের জলাপোড়া আধ নষ্ট মেশিন
তবু আমি এই চাঁদ চাই
সূর্যদগ্ধ ঝলসানো দু চোখে
দুষিত নদীর আহত জলের হৃদয়কে একপাশে রেখে,
চাই এ চাঁদ প্রাসাদ ও বস্তির উপরের
শ্রেণীহীন সাম্য আকাশে
চাই চাদঁ মেঝেতে মার খাওয়া
ঘুমন্ত শ্রমিক শিশুর স্বপ্ন উল্লাসে।

তা না হলে নিভন্ত সূর্যের চিতায়
আগুন করে দেবো এই চাঁদ
জ্বালিয়ে ভ্রস্ট আঁধার পৃথিবীকে করবো নিখাদ
শ্বাপদ মৃত্তিকার সমস্ত হিংস্রতা
আমি চন্দ্রানলে পোড়াবো,
প্রজাপতি করে চোখ চন্দ্রিমায়
নতুন সূর্যের দিকে ধ্রুব গতি নিয়ে হেঁটে যাবো
আমার ছায়ার সন্ধানে
পথের কোনে বেঁকে আসবে ফুটপাত
দিগন্ত ঢাকা উড়াল সড়ক নিলীমার সাথে থামাবে সংঘাত।


EmoticonEmoticon