জানতাম একদিন এমনটাই হবে, আজ হয়েছেও তাই।
এভাবেই হারিয়ে যাবে তনুরা, হারিয়ে যাবে মানবতা। হেরেও জিতে যাবে নরপশুরা, চেয়ে চেয়ে দেখবে শুধু বোকা জাতি।
আপনি জানেন কি?? একটা মৃত্যু কতোটা বেদনাদায়ক, কতোটা ব্যথার, কতোটা হাহাকারের?
আপনি জানেন না। জানে ঐসব মানুষেরা, যারা হারিয়ে ফেলে এমন নিষ্পাপ ফুলের মত মানুষ গুলোকে। তারাই বোঝে প্রিয়জনকে হারিয়ে ফেলার কষ্ট কতোটা ভয়ংকর হতে পারে।
তনুর মত এমন অজস্র মানুষ অন্যায়ভাবে মরে, নির্বিচারে শুয়ে থাকে সাড়ে তিন হাতের ঐ ছোট্ট ঘরটিতে।
তারা অভিমান করে থাকে আমাদের উপর, তারা ঘৃণা করে আমাদের।
EmoticonEmoticon