বর্তমান সমাজের অন্যায়, অত্যাচার,অনিয়ম ও অবিচারকে ভাঙ্গতে হলে অবশ্যই এই সমাজটাকে ও পূর্বের সময়ের সমাজটাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে।আর তা জানার জন্য এই বইটি অত্যান্ত সহায়ক মাধ্যম।লেখক এখানে সামাজিক বিভিন্ন ধ্যান-ধারনাকে বুদ্ধিমত্তার সাথে তুলে ধরেছেন।যা যেকোনো জ্ঞানান্বেষনকারীকে সন্তুষ্ট করবে।
আশি পৃষ্ঠার বইটির অধ্যায়গুলো হল:
১.সমাজ
২.ধর্ম
৩.ঈশ্বর
৪.সদাচার
৫.জাতিভেদ
৬.শোষকশ্রেনী
গ্রন্থশেষে লেখকের জীবনযাত্রার পরিচয় সংক্ষেপে বর্ননা করা হয়েছে এবং গ্রন্থপঞ্জীও যোগ করা হয়েছে।
বইটি সম্পর্কে অনুবাদক 'শম্ভুনাথ দাস' বলেছেন "প্রচলিত সামাজিক সম্পর্ক ও শোষন-ব্যবস্থার পরিবর্তন করতে না পারলে নতুন মানব সমাজ গড়ে তোলা সম্ভব নয়।রাহুল এই ছোট্ট বইটির মধ্যদিয়ে গভীর ক্ষোভের সাথে জলন্ত ভাষায় দেশাচারের নামে প্রচলিত অন্যায় ধ্যান-ধারনাকে তীব্র কষাঘাতে জর্জরিত করেছেন এবং সেইসঙ্গে এর ধ্বংস কামনা করেছেন।"সবাইকে বইটি পড়ে দেখার পরামর্শ দিচ্ছি।
বইটি পাওয়া যাবে "রুক্কু শাহ্ ক্রিয়েটিভ পাবলিশার্স "। মুল্য:১০০টাকা
EmoticonEmoticon