শহীদ শফি ইমাম রুমির জননী,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ও গন-আদালত এর সংগঠক এবং মুক্তিযুদ্ধের স্মৃতিমূলক গ্রন্থ একাত্তরের দিনগুলোর লেখক জাহানারা ইমামের আজ ৮৯ তম জন্মদিন।তিনি শহীদ জননী হিসেবেই পরিচিত।
যিনি জন্ম না নিলে হয়ত আজ গোলাম আজম,কাদের মোল্লা ও সাকা চৌধুরীর মত মানবতা বিরোধী যুদ্ধাপরাধীরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াত আর গাড়িতে ওড়াতে বাংলাদেশের পতাকা।কেননা আজ যে আন্দোলনের কারনে দেশের প্রভাবশালী যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তার শুরুটা করেছিলেন এই জাহানারা ইমামই।যে আন্দোলনের অনুপ্রেরনায় গড়ে উঠেছে গনজাগরন মঞ্চ।তিনিই পেরেছিল বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে একই প্লাটফর্মে দাড় করাতে।এই কারনে কিন্তু তাকে কম যন্ত্রনা পেতে হয়নি। একদিকে ধর্মান্ধ মৌলবাদিদের রোষানলে ও অপরদিকে রাষ্ট্রদ্রোহিতা।কিন্তু তবুও তিনি তার দাবি থেকে একচুলও নড়েননি।যা আমাদেরকে যুগ যুগ অনুপ্রেরনা দিবে।
তার জন্মদিনে আজ প্রায় সকল প্রগতিশীল মহল বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্মরন করছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হয়েছেন।আমরা চাই শুধু এই আলোচনার মধ্যে তাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। তার দেখিয়ে দেওয়া পথে আমাদের এগিয়ে যেতে হবে। কারন ওইটায় যে প্রগতির পথ।
EmoticonEmoticon