শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

জোর যার মুল্লুক তার !

সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে কোন ধর্মীয় স্থাপনা থাকতে পারেনা! তা মসজিদ কি ধর্মীয় স্থাপনা নয়? লেডি জাস্টিসিয়ার ভাস্কর্য যদি ধর্মীয় স্থাপনার অজুহাতে অপসারণ করতে হয় তাহলে কোর্টের সীমানায় মসজিদ কেন মাজারটাও থাকার অধিকার রাখেনা ।

বাদ দিন, তবু মূর্খ মুসলমানেরা, সুলতানা কামালের ফাঁসি চাইবে! জল ঘোলা করবে! দেশ থেকে এই যৌক্তিক অথচ সামান্য কথার জন্য তাকে বিতাড়িত করতে চাইবে। হাড্ডি মাংশ খুলে ফেলার হুমকি দেবে! আবার এই মূর্খরাই দাবি করবে ইসলাম একটা শান্তির ধর্ম! আর তারা শান্তির সৈনিক!


EmoticonEmoticon