রবিবার, ৬ আগস্ট, ২০১৭

৬ আগস্ট, ১৯৪৫ সাল !

সাম্রাজ্যবাদী বিজেতা  আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করে পরাজিত জাপানের হিরোশিমা- নাগাসাকি শহরে।মুহুর্তেই ধ্বংসস্তুপে পরিনত হয় লক্ষ-কোটি নারী শিশু বৃদ্ধসহ জাপানি জনগণ। পারমাণবিক বোমার অমানবিক গ্রাসে বেচেঁ যাওয়া এক মা ও শিশু। তাদের চোখে রয়েছে না মরে যাওয়ার তীব্র যন্ত্রণা ও বেঁচে থাকার সীমাহীন আতঙ্ক।
২য় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে কিন্তু থামে নি সাম্রাজ্যবাদের যুদ্ধ। বাজার দখল, অস্ত্র বিক্রি, সম্পদ লুঠের এই প্রতিযোগিতা  ধ্বংস করে দিচ্ছে মানবসভ্যতার সমস্ত অর্জন,নৈতিক ও মানবিক অনুভূতি এবং অপার সম্ভাবনা।কমরেড লেনিন বলেছিলেন-" যতদিন সাম্রাজ্যবাদ থাকবে,ততদিন যুদ্ধ অনিবার্য!" তাঁর সেই কথারই বাস্তব চেহারা দেখা যায় ইরাক,আফগানিস্তান,সিরিয়া সহ সারাবিশ্বে।মায়ের কান্না, শিশুর আর্তনাদ, লক্ষকোটি অসহায় মানুষের  জীবনের আহাজারি তাড়া করে ফিরছে পৃথিবীর প্রতিটি প্রান্তে।
৭২ বছর পরও সাম্রাজ্যবাদী শক্তির নিত্য আক্রোশ স্মরণ করিয়ে দেয়- সেই অতীত বেদনাময় স্মৃতি।যা মানবজাতি কখনো ভুলতে পারবে না। সেই নাম না জানা মানুষগুলোর মৃত্যুবেদনা  ও  যুদ্ধবিরোধী চেতনা  আগামী দিনের  মুক্তির লড়াইয়ে সামিল হোক।পুজিঁবাদ-সাম্রাজ্যবাদের অবসানে মানবজাতি মুক্তি পাবে যেকোন অন্যায়,শোষণ, অসাম্য ও বৈষম্য থেকে।
ইতিহাসের সেই দিন ভবিষ্যতকে দিবে বাচাঁর নতুন আকুতিঃ
"দুঃস্বপ্নের সেই  শহর, দুঃসহ কিছু স্মৃতি - হিরোশিমা নাগাসাকি!"


EmoticonEmoticon