রবিবার, ৬ আগস্ট, ২০১৭

৫ আগস্ট মৃত্যুবার্ষিকীতে কমরেড ফ্রেডরিক এঙ্গেলসের প্রতি শ্রদ্ধা ।

"একজন ব্যক্তি যখন একথা জেনেই অপরকে আঘাত করে যে, তার আঘাত মৃত্যুর কারন হবে , তখন তার কাজকে আমরা বলি হত্যা । সমাজ যখন হাজার হাজার মানুষকে জীবনের প্রয়োজনীয় উপাদানগুলো থেকে বন্চিত করে , বাঁচার অযোগ্য অবস্থার মধ্যে তাদের রেখে দেয় - আইনের বেড়ি পরিয়ে নিশ্চিত মৃত্যু পর্যন্ত ঐ অবস্থায় থাকতে বাধ্য করে , সহস্র জীবনের ধ্বংস অনিবার্য জেনেও সমাজ যখন ঐ অবস্থাই চলতে দেয় ; তখন একজন হত্যাকারীর মতই সমাজের ঐ কাজটিও মানব হত্যা ছাড়া কিছু নয় ।"
কন্ডিশনস অব ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড - এ তিনি যা লিখেছিলেন , বিশ্বব্যাপী আজ আমরা তা প্রত্যক্ষ করছি ।
এঙ্গেলস পুজিবাদী শোষণের নির্মমতা আর কার্যকারণ যেমন তুলে ধরেছেন তেমনি সারাজীবন ধরে লড়েছেন  এর বিরুদ্ধে । শ্রমিকশ্রেনিকে লড়াইয়ের জন্য প্রস্তুত করে তুলতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন । লেনিন তাই লিখেছেন - "মার্কস পুজিবাদী অর্থনীতির নানা জটিল দিকগুলো সম্পর্কে গবেষণা করেন । আর, এঙ্গেলস ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা ও মার্কসের অর্থনৈতিক তত্ত্বের আলোকে বিজ্ঞানের নানা জটিল প্রশ্ন , অতীত ও বর্তমানের নানা বিচিত্র ঐতিহাসিক ঘটনাবলী নিয়ে সহজ সাবলীল ভাষায় নানা রচনা লেখেন - যেগুলির অধিকাংশই মতবাদিক বিতর্কমূলক চরিত্রের । ...  তার বন্ধু কার্ল মার্কসের মৃত্যুর পর তিনিই ছিলেন সমগ্র দুনিয়ায় আধুনিক সর্বহারা শ্রেনির মহত্তম মনীষী ও শিক্ষক । "
পান্ডিত্য এবং নেতৃত্ব দেয়ার বিপুল ক্ষমতার পাশাপাশি তার সংগ্রামী চরিত্র  শোষণ মুক্তির লড়াইয়ে আমাদের কাছে দৃষ্টান্ত ।


EmoticonEmoticon