সোনাবানের পুথির মত
কাতারে কাতার আমরা জেগে উঠবো
আমরাই সুন্দরবন।
কাতারে কাতার আমরা জেগে উঠবো
আমরাই সুন্দরবন।
গরাণ ভুমি থেকে জেগে উঠবো
পশুর শিবসা কালিন্দীর তীর থেকে জেগে উঠবো
আমরাই সুন্দরবন।
পশুর শিবসা কালিন্দীর তীর থেকে জেগে উঠবো
আমরাই সুন্দরবন।
আমরা জেগে উঠলে
বাদাবনের বাঘেরা কী ঘুমিয়ে থাকবে?
হুংকার দিয়ে লাফিয়ে পড়বে
কয়লা রাজার ঘাড়ে।
আমরা তখন বাঘ হয়ে
লাখে লাখে ঢুকে যাব রামপাল।
বাদাবনের বাঘেরা কী ঘুমিয়ে থাকবে?
হুংকার দিয়ে লাফিয়ে পড়বে
কয়লা রাজার ঘাড়ে।
আমরা তখন বাঘ হয়ে
লাখে লাখে ঢুকে যাব রামপাল।
নিঃস্পৃহ ভোদড় সুশীলেরা
কয়লা রাজার হোলে তেল মেরে
উন্নয়নের ভাংগা ঢোল পিটিয়ে এখন উৎফুল্ল!
আমরা তাদের মাড়িয়ে
চলে যাব রামপাল।
কয়লা রাজার হোলে তেল মেরে
উন্নয়নের ভাংগা ঢোল পিটিয়ে এখন উৎফুল্ল!
আমরা তাদের মাড়িয়ে
চলে যাব রামপাল।
অন্নের তল্লাসে হাভাতে গবেষক
টকশোর কয়লার দালাল
তাদের মুখে লাথি মেরে
আমরা ঢুকে যাবো রামপাল।
টকশোর কয়লার দালাল
তাদের মুখে লাথি মেরে
আমরা ঢুকে যাবো রামপাল।
রামপাল থেকে সুন্দরবন
নোনা জলের এক আগুন প্লাবন।
নোনা জলের এক আগুন প্লাবন।
EmoticonEmoticon