পুঁজিবাদ,মৌলবাদ বিশ্ব মোড়ল আমেরিকার নিয়ন্ত্রণে,এদের এজেন্ট দেশীয় দালাল বুর্জোয়া ডানপন্থী।এদের চরিত্র লুট,দখল আর ধ্বংস,যুদ্ধ বাঁধিয়ে রাখা,তাই এদের সম্মিলিত ভাবে বয়কট করতে হবে,বিশ্ব মানবতার সাথে আপন দেশের মানবিক সাম্যবাদ সমাজ গড়তে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে।আমাদের দেশকে বাঁচাতে হলে একটি আদর্শিক, দর্শন নির্ভর বিপ্লবী পার্টি গঠন করে তার নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে।সমাজতান্ত্রিক চেতনায় বিশ্বাসি দর্শনেই সঠিক পথ।যারা বলেন বামপন্থা বা সমাজতন্ত্র খারাপ,,মন্দ তাদের বলব আপনার পুঁজিবাদ কতটুকু ভাল।বরং আমি আমার সমাজ তন্ত্রের লক্ষ লক্ষ ভাল দিক দেখিয়ে দিতে পারব।আজ মহান বিপ্লবী কিউবা বিপ্লবের মহা নায়ক কমরেড ফিদেল ক্যাষ্ট্রোর জন্ম দিনে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন রইল।আজকের এই দিনে মানব মুক্তির গান বিপ্লবের মিছিলে যোগ দেয়ার আহব্বান জানায় আমার দেশের বেকার যুবকদের।লাল সালাম।চির বিপ্লবী ফিদেল অমর হোক।জয় সমাজতন্ত্র।
রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon