রবিবার, ১৩ আগস্ট, ২০১৭

সরকার দলীয় ক্যাডার...

সরকার দলীয় ক্যাডার পুলিশ ,ছাত্রলীগ,যুবলীগ,দস্যুলীগ যেভাবে দেশের নিরহ মানুষকে আতঙ্কিত করে জিম্মি করছে,তাতে আগামী জাতীয় নির্বাচনে ভয়াবহ পরিস্তিতি অপেক্ষা করছে।মাননীয় প্রধান মন্ত্রী যেভাবে দেশের জন্য উন্নয়ন করছেন,আগামীতেও করতে চান আপনার স্বদলীয় চামচা,সুযোগ সন্ধানী সুসময়ের কোকিলদের জন্য সব অর্জন ম্লান হয়ে যাবে।এখনও সময় আছে আপনার পুলিশ আর হাইব্রীড লীগ কে ঠেকান।আরো বলতে চাই জামাতের নেতা কর্মিদের আপনার দলে অনুপ্রবেশ ভাল মনে নিচ্ছে না।যুবলীগ ভূমিদস্যু হিসেবে নোবেল সন্মাননা পেতে পারে, আশা করি তিরস্কৃত অপমান টাইটেল আপনি নিয়ন্ত্রণ ঠেকাবেন।আপনার মন্ত্রী,এম,পি,সচিব,আমলাদের নিয়োগ বাণিজ্যে আপনার ঘরে ঘরে চাকুরি দেয়ার প্রতিশ্রুতিকে মহান করে তুলেছে।দুর্ভাগ্য একজন মন্ত্রীকে আমরা ফাটা কেষ্ট মনে করতাম,এখনও বিশ্বাস এবং সন্মান করি,তবে সাম্প্রতিক মিডিয়ায় একটি ছবি প্রচার জাতিকে চরমভাবে ব্যাহত আঘাত করেছে।জনগণ রাষ্ট্রের মালিক,আর সেই মালিকদের জান,মাল,সন্মান রক্ষার দায় দায়িত্ব আপনাদের।সেই আপনাদের সামনে যখন পুলিশ নিরহ রাষ্ট্রের মালিককে কান ধরে উঠবস করায় তখন আমরা কঠিন আশাহত হতাশ।এতে পুরো জাতি অপামানিত হয়েছে।ধরলাম লোকটি অপরাধ করলাম তার জন্য প্রচলিত বিধান রয়েছে,পুলিশ কে সেই বিচার করার অধিকার আমার পবিত্র সংবিধান দেয় নি।এটি আমাদের সংবিধান পরিপন্থি কাজ।


EmoticonEmoticon