রাত যত গভীর মগ্ন হয়
স্তব্ধতা ততো প্রহেলিকাময়
চিন্তার যত জটিল সুদকষা
পেঁচিয়ে রাখে নিরুত্তরের বাসা।
সরল অংকের গরল নিয়মের ধারায়
যোগ-বিয়োগ কিংবা গুণ-ভাগের বন্ধনী
কোনটারই যেন নেই ফল উত্তরমালায়
শুধু এক সীমাহীন গোলকধাঁধায় হারায়।
অভিজিৎ,দীপান- কই তার সমাধান?
জামাত আর ওলামা দুটোই তো সমান!
এই পাড়ে হেফাজত জপে টুপি পড়ে
ঐ পাড়েতে সেবকসংঘ জপমালা ধরে
পূর্বে মরে নীলাদ্রি আর পশ্চিমে গৌরী
মুক্তমনা,নাস্তিক-সবাই একই নাম ধরি।
শফিরা এখানে বড় নিরাপদ- রাষ্ট্রীয় কব্জায়
গুরুমিতরা শুধু মাঝেমধ্যে একটু নাড়া খায়।
এখানে সবচেয়ে সুলভ ও সস্তা নারীর দেহ ধর্ষন
নিরুত্তর সমাজ যেন করে চলেছে সেই ধর্ষকের কর্ষণ!
উড়াল সড়ক যত বাড়ে- আকাশ ছুঁয়ে যায়
জীবনের পথ তত নেমে যায়- মস্তিষ্ক হীনতায়।
রাতগভীরে এসব অংক কষতে লাগে ভয়
ভাঙ্গার নিয়ম শিখতে জানলে -হবে সূর্যোদয়!
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
সূর্যোদয়

Tags
Artikel Terkait
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
EmoticonEmoticon