হিন্দুত্ববাদ ও গেরুয়া শিবিরের কট্টর
সমালোচক ভারতের সিনিয়র সাংবাদিক
গৌরী লঙ্কেশকে মঙ্গলবার রাতে
ব্যাঙ্গালোরে নিজ বাড়ির সামনে গুলি
করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গৌরী লঙ্কেশ ঘোষিতভাবেই হিন্দুত্ববাদ
বিরোধী ছিলেন এবং তিনি তার লেখার
মাধ্যমে সবসময়েই এর বহিঃপ্রকাশ
ঘটিয়েছেন।
অতএব সকল ধর্মেই জঙ্গি আছে।যারা কলমকে ভয় পায়।
EmoticonEmoticon