শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

মনুষ্য পরিচয়ে পৃথিবীর সকল মজলুম মানুষের পাশে দাড়ান ।

নিযাতিত রোহিংগারা মুসলিম,
ইয়েমেনিরা মুসলিম নয়।
সিরিয়ানরা,সুদানিরা,ফিলিস্তিনিরা,
কাশ্মিরিরাও নন,
রোহিংগাদের জন্য আপনার মন কাধে,আমার ও।
কিন্তু যেভাবে রোহিংগা মুসলিমদের জন্য কাঁদছি,সেভাবে আমরা ইয়েমেন,সিরিয়া,সুদান,কাস্মিরি মুসলমান্দের জন্য কান্না,প্রতিবাদ করছিনা কেনো?
কারন ইয়েমেন,সিরিয়ার জন্য কাদলে,প্রতিবাদ করলে সৌদি ও আরব্য রাজাদের ডলার বন্ধ হয়ে যাবে-
মোললারদল,জামাতি,ক্ষমতাসিন,
ক্ষমতাহিন দলগুলোর।
কাশ্মীরের জন্য প্রতিবাদ হবেনা,কেউ করেনি,করবেনা-
দাদা বাবুরা নাখোশ হবে,রুপী পাওয়া বন্ধ হয়ে যাবে।
এত জাতি চেতনা থাকলে,মুস্লিম প্রেম থাকলে একবার আসুন না-একবার
বায়তুল মোকাররমের উত্তর,দক্ষিন গেইটে "রোহিংগা-ইয়েমেন-কাশ্মির" এর নিযাতিত মুসলিমের জন্য লাখো মুসলিম জনতার সমাবেশের ডাক দেই।
একই দিনে মায়ানমার,সৌদি,ভারতীয় দুতাবাস ঘেরাও কম্মসুচি ঘোষনা দেই।

আমার এই চ্যালেঞ্জ নেয়ার মতো সাবালক কোন মুসলিম দরদী কেউ কি আছেন এই বাংলায়?
সাম্প্রদায়িক পরিচয়ে নয়,মনুষ্য পরিচয়ে
পৃথিবীর সকল মজলুম মানুষের পাশে দাড়ান।


EmoticonEmoticon