বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা শিশু না মানব সন্তান ?




জন্ম নিয়েই বুঝে গেলে তুমি
দুনিয়া ভীষণ ঠাঁই ,
যেদেশে জন্ম নিয়েছিলে তুমি
সেখানে জায়গা নাই ।
ক্লান্ত, ভীত, কাদা মাখামাখি
তোমার কচি মুখ ,
তোমার লাশ কোলে নিয়ে মা
কেঁদে ভাসাচ্ছে বুক ।
গরুর বাচ্চা গরু’ ই তো হয়
বাঘের বাচ্চা বাঘ ,
হিন্দু, বৌদ্ধ, মুসলিম বলে
মানুষেরই যত ভাগ ।
জাত - ধর্মের হানাহানি আনে
ভীষণ অমানিশা ,
মানব শিশু জন্ম নিয়েও
পায় না সে ভালবাসা ।


EmoticonEmoticon