বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

অক্টোবর বিপ্লবের প্রাসঙ্গিকতা

সন্দেহ নেই যে, অক্টোবর বিপ্লব একটি ঐতিহাসিক ঘটনা। কিন্তু অক্টোবর বিপ্লব কি কেবল ইতিহাসের অন্তর্গত?
এক ঘটনা, যার সঙ্গে বর্তমান জগতের কোনো সম্পর্ক নেই? নেই কোনো প্রাসঙ্গিকতা? না, তেমনটা আমরা মনে করি না। শুধু তাই নয়, আমরা
মনে করি, বর্তমান বিশ্বে যেখানে চলছে সাম্রাজ্যবাদের একচেটিয়া দাপট, সেখানে অক্টোবর বিপ্লব খুবই প্রাসঙ্গিক, অনেক বেশি
জীবন্ত। সেই বিপ্লবকে জানা ও বোঝা এবং তার
শিক্ষাকে আত্মস্থ করা আমাদের জন্য অপরিহার্য।
আমাদের বলতে আমি তাদেরকেই বুঝাচ্ছি যারা
সাম্রাজ্যবাদ-পুঁজিবাদ মুক্ত, শোষণহীন সমাজ
প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট ও সক্রিয় রয়েছেন।
অক্টোবর বিপ্লবই প্রথম একটি সমাজতান্ত্রিক
দেশ ও সমাজ তৈরি করেছিল। হাজার হাজার বছর পর
মানুষ প্রথম পেয়েছিল মুক্তির স্বাদ। সেটা
ঘটেছিল রাশিয়ায়। রাশিয়াসহ জার সাম্রাজ্যের
অন্তর্ভুক্ত অন্যান্য রাজ্য নিয়ে গঠিত হয়েছিল
সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত
ইউনিয়নই এখন আর নেই। রাশিয়াসহ সোভিয়েত
ইউনিয়নের কোনো রাজ্যেই এখন আর
সমাজতান্ত্রিক ব্যবস্থা নেই। কেন এমন হলো,
এই প্রশ্নের উত্তর দেয়া খুবই জরুরি। অন্যথায়
নতুন করে সমাজতান্ত্রিক আন্দোলন ও বিপ্লব
গড়ে তোলা যাবে না। এই উত্তর একেকজন
একেকভাবে দেবার চেষ্টা করেন। উত্তরের
মধ্যে অবশ্যই উত্তরদাতার শ্রেণি দৃষ্টিকোণ
প্রতিফলিত হয়। বুর্জোয়ারা বলবে, সমাজতন্ত্রের
ধারণাটাই মিথ্যা, তাই অক্টোবর বিপ্লব ব্যর্থ
হয়েছিল। কিন্তু তাহলে শুধু কয়েকদিন নয়, কয়েক
দশক টিকলো কি করে? কি করে বিপ্লবের
পরপরই ১৪টি সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী দেশের
আক্রমণকে প্রতিহত করে এবং পরবর্তীতে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর নাৎসি আক্রমণকে
মোকাবিলা করে সমাজতন্ত্র মর্যাদার সঙ্গে তার
অস্তিত্বকে ঘোষণা করতে পেরেছিল?
দ্বিতীয় বিশ্বযুদ্ধে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবার
পরও কি করে সমাজতান্ত্রিক পরিকল্পিত অর্থনীতির
মাধ্যমে মাত্র আড়াই বছরে যুদ্ধ পূর্ববর্তী
অর্থনৈতিক অবস্থায় ফিরে যেতে সক্ষম
হয়েছিল? কি করে বিশ্বব্যাপী মহামন্দারকালে
(১৯২৯-৩৩) সোভিয়েত ইউনিয়ন প্রথম
পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে এতটা সফল করতে
পেরেছিল? যখন গোটা দুনিয়া মন্দায় ডুবছে, তখন
প্রায় ১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে অত্যন্ত
পশ্চাৎপদ একটি দেশ কিভাবে প্রথম সারির উন্নত
দেশে পরিণত হয়েছিল ?


EmoticonEmoticon