রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

কবি মায়াকোভস্কি

শুধু গল্প,নাটক, উপন্যাস কিংবা শিশুসাহিত্য রচনাই নয়,সোভিয়েত দখল করে আছে বিশ্ব কাব্য সাহিত্যের এক অনন্য স্থান।এক্ষেত্রে কবি মায়াকোভস্কির নাম ও কবিতা পৃথিবীর সমস্ত ভাষায় বিপ্লবী সাহিত্যে অনুপ্রেরণা তৈরী করে।১৯১৭ সালের অক্টোবর বিপ্লবের প্রস্তুতিপর্বে যে সকল কবি-সাহিত্যিকেরা বিপ্লবকে স্বাগত জানিয়েছিলেন তাদের মাঝে কবি ভ্লাদিমির মায়াকোভস্কি ছিলেন সবচেয়ে বেশি স্পষ্টভাষী ও সোচ্চার। মায়কোভস্কি ছিলেন সোভিয়েত সমাজতন্ত্রকে রক্ষার বৈপ্লবিক যুদ্ধের চারণ কবি।বিপ্লবের আগে ও পরে কারখানায় কারখানায়  শ্রমিক ও লালফৌজের জমায়েতে তিনি কবিতা আবৃত্তি করতেন, উদ্বুদ্ধ করতেন বিপ্লবের বাণীতে।
১৯১৫ সালে " পাতলুন পরা মেঘ" এবং "মেঘদলের বাঁশরী" কবিতার জন্য মায়কোভস্কি খ্যাতি লাভ করেন।১৯২১ সালে প্রকাশিত হয় তাঁর কবিতা '১৫ কোটি', " আমি ভালোবাসি" শিরদাঁড়া বাঁশী" প্রভৃতি জনপ্রিয় কবিতাসমূহ।তাঁর রচনায় একদিকে ছিলো কাব্যময়তার সমুজ্জ্বল ঝংকার অন্যদিকে থাকতো সংশয়,হতাশা কাটিয়ে জনগণের মুক্তির আহবান।
সাহিত্যের গতানুগতিক ধারায় না লিখে মায়কোভস্কি তৈরী করেছিলেন কবিতার অভিনবত্ব। সৃষ্টি করেছিলেন "ফিউচারিস্ট" ফর্ম যা কেবল শিল্পরীতিতে নয়,কাব্য উপাদানেও নিয়ে আসে নতুনত্ব। নাগরিক আর্টের প্রয়োজনীয়তা তুলে ধরে এই ফিউচারিস্ট ফর্ম খলেভনিভ, বুরলিউক এবং কামেনস্কি সহ ফর্ম শিল্পী মহলে আন্দোলন তৈরী করে। বিপ্লবপূর্ব রুশ সমাজের শিল্পচর্চায় হতাশা,নিস্ক্রিয়তা, ভোগবাদীতা কিংবা হঠকারী উপদানের বিপরীতে এই আন্দোলন তৈরী করলেো ভবিষ্যতের প্রতি আশাবাদ ও  সাম্যবাদী ভাবচেতনা। এসময় তাঁর এক বিখ্যাত কবিতা " ইজার পরা মেঘ" রচনায় তুলে ধরেন সমাজের সেই চিত্র।
অল্পবয়সী মায়কোভস্কির কবিতা প্রশংসা করেছিলেন ম্যাক্সিম গোর্কি।চিলির কবি পাবলো নেরুদা সহ অনেক কবিদের উদ্দীপ্ত করেছিলো তাঁর কবিতার দীপ্তি।
১৯২৩ সালে লেনিনের মৃত্যুর পর গভীর বেদনায় মায়কোভস্কি রচনা করেন " ভ্লাদিমির ইলিচ লেনিন"।শুধু কবিতা নয় জার সমাজের আমলাতান্ত্রিকতাকে ব্যঙ্গ করে এবং  সোভিয়েত রাষ্ট্রে তা মোকাবেলা করার পটভূমিতে রচনা করেন তাঁর বিখ্যাত " ছারপোকা "  নাটক। ১৯২৯ সালে মেয়ারহোল্ডের নির্দেশনায় এই নাটকটি এবং ১৯৩০ সালে মায়কোভস্কির 'স্নানাগার' নাটক মঞ্চস্থ হয়। ৩৭ বছরের এই গণমানুষের কবি মায়কোভস্কি বেঁচে আছেন তাঁর কবিতায়,তাঁর সৃষ্টিতে, শিল্পের আকরে  যেমন করে একদিন তিনি লিখেছিলেন- " টনকে টন শব্দের  ধাতু থেকে আমি বেছে নেব, কবিতার জন্য একটি শব্দ "।


EmoticonEmoticon