সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

টি এস সি'তে সময় বেধে দেওয়া বিষয়ে ২৪ জন সাবেক ছাত্র নেতার বিবৃতি-

'মুক্ত চিন্তা'র সূতিকাগার খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কে
"বদ্ধ চিন্তা"র কেন্দ্রে পরিনত করার অপচেস্টা
বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের সাবেক নেতৃবৃন্দের আজ ২২ অক্টোবর'১৭ এক বিবৃতি,সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি)  পরিচালক কর্তৃক এক বিজ্ঞপ্তিতে সকল সামাজিক, সাংস্কৃতিক  সংগঠনকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চালানোর সময় বেঁধে দেয়ার খবরে বিস্ময় প্রকাশ করে বলেছেন, মুক্ত চিন্তার সূতিকাগার খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে "বদ্ধ চিন্তার" কেন্দ্রে পরিনত করার অপচেষ্টা কোন ভাবেই গ্রহনযোগ্য হবে না। 
বিবৃতিতে নেতৃবৃন্দ এ ধরনের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "এতে সাম্প্রদায়িকতা, মৌলবাদ আর অন্ধকারের অপশক্তি উৎসাহিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিএসসি এদেশের ভাষা আন্দোলন,মুক্তিযুদ্ধ, সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলনের সূতিকাগার ও সকল গনতান্ত্রিক সংগ্রামের অন্যতম  জায়গা। প্রগতিশীল সাংস্কৃতিক বীজ বপনের অন্যতম ক্ষেত্র। এই সিদ্ধান্তের ফলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাত করার চক্রান্ত বাস্তবায়ন করা আরো সহজ হবে। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এ ধরনের পদ্ধতি অনুসরন করতে চাইবে। "
বিবৃতিতে আরো বলা হয়,"আমরা মুক্ত বিশ্ববিদ্যালয় দেখতে চাই। যে বিশ্ববিদ্যালয় হবে শিক্ষা, মুক্ত চিন্তা ও সংস্কৃতি চর্চার অন্যতম জায়গা। এর জন্য পড়াশুনার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিকসহ নানামূখী কর্মকান্ডে বিশ্ববিদ্যালয় পরিবারকে সম্পৃক্ত করতে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। অথচ প্রশাসন উল্টা পথে হাটতে চাইছে। "
বিবৃতিতে টিএসসিতে সময় বেধে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান হয়।

বিবৃতিদাতা বিভিন্ন ছাত্র সংগঠনের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক হলেন :
১.ডা: মুশতাক হোসেন
২. রুহিন হোসেন প্রিন্স
৩.বজলুর রশিদ ফিবোজ
৪.রাগিব আহসান মুন্না
৫. রাজেকুজ্জামান রতন
৬. আসলাম খান
৭.হাসান হাফিজুর রহমান সোহেল
৮.শরীফুজ্জামান শরীফ
৯.হাসান তারিক চৌধুরী সোহেল
১০.খালেকুজ্জামান লিপন
১১.লুনা নূর
১২. বাকি বিল্লাহ
১৩.খান আসাদুজ্জামান মাসুম
১৪.মানবেন্দ্র দেব
১৫.ফেরদৌস আহমেদ উজ্জল
১৬.রফিকুল ইসলাম সুজন
১৭.বাপ্যদিত্য বসু
১৮.আবুল কালাম আজাদ
১৯.হুসাইন আহমেদ তফসির
২০.হাসান তারেক
২১.লাকি আক্তার
২২. নিখিল দাস
২৩. শামসুল আলম সজ্জন
২৪. জনার্দ্দন দত্ত নান্টু ।


EmoticonEmoticon